COVID Situation In China (Photo Credit: Video Screen Grab)

বেজিং, ২২ ডিসেম্বর: চিন (China) করোনা (Corona)  পরিস্থিতি ভয়াবহ। দিন যত গড়াচ্ছে, তত কঠিন হচ্ছে চিনের পরিস্থিতি। কোভিডে মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ায়, সেখানকার হাসপাতালগুলি যেন উপচে পড়তে শুরু করেছে। চিনের হাসপাতালগুলিতে মৃতদেহ রাখার আর জায়গা নেই। হেনান (Henan Province) প্রদেশের জিনজিয়াং শহর থেকে এমনই একটি ভয়াবহ ছবি উঠে আসে। যেখানে দেখা যায়, হাসপাতালে জায়গা না থাকায়, মেঝেতে পড়ে রয়েছে সারিবদ্ধ মৃতদেহ। প্লাস্টিকে মোড়া মৃতদেহ নেওয়ারও লোক মিলছে না। ফলে জিনজিয়াং শহরের ওই হাসপাতালে নতুন করে বড় বড় ফ্রিজ আনা হচ্ছে, যাতে মৃতদেহ সেখান ভরে রাখা যায়।

আরও পড়ুন: COVID 19: তীব্র গতিতে বাড়ছে করোনা, চিনের বিমান বন্ধ করা হোক, উঠল দাবি

হেনান প্রদেশের জিনজিয়াং শহরের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই, তা নিয়ে আতঙ্ক ছড়ায়। শুধু তাই নয়, ২০২০, ২০২১ সালে যখন করোনা গোটা বিশ্ব জুড়ে দাপিয়ে বেড়ায়, তখনও চিনের কোথাও এমন ভয়াবহ দৃশ্য চোখে পড়েনি বলে মন্তব্য করেন অনেকে।