COVID 19 (Photo Credit: Video Screen Grab)

দিল্লি, ২১ ডিসেম্বর: ফের চোখ রাঙাচ্ছে করোনা (Corona)। চিনের (China) কোভিড পরিস্থিতি দিন দিন আরও কঠিন হচ্ছে। চিনের হাসপাতালগুলিতে মৃতদেহের সংখ্যা যখন উপচে পড়ছে, সেই সময় গোটা বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে। করোনা নিয়ে বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী যখ উচ্চ পদস্থ বৈঠকে বসেন, সেই সময় মুখ খোলা হল কংগ্রেসের (Congress) তরফে। কংগ্রেসের মণীশ তিওয়ারি বলেন, গোটা বিশ্ব জুড়ে করোনা পরিস্থিতি ক্রমাগত জটিল হচ্ছে। চিনে কী হচ্ছে, তা প্রত্যেকে দেখতে পাচ্ছেন। করোনা যেভাবে থাবা বসিয়েছে গোটা চিন জুড়ে, তাতে সেই দেশের মানুষের মানুষের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে ক্রমাগত আতঙ্ক ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে চিন থেকে যত বিমান আসছে, তা বন্ধ করা হোক বলে দাবি করেন মণীশ তিওয়ারি। পাশাপাশি অন্য দেশগুলিতে যেভাবে করোনা ছড়াচ্ছে, তা ক্রমাগত চিন্তার বিষয় হয়ে উঠছে বলেও মন্তব্য করেন মণীশ তিওয়ারি (Manish Tewari)।

প্রসঙ্গত চিনে জিরো কোভিড পলিসি এবং লকডাউন নিয়ে তীব্র বিক্ষোভের পর পিছু হঠতে বাধ্য হয় জিংপিন সরকার। জিরো কোভিজ পলিসি এবং লকডাউনে শিথিলতা বাড়ানোর পর জিংপিন সরকারের দেশে হু হু করে কোভিড সংক্রমণ বাড়তে শুরু করেছে।