Image used for representational purpose. (Photo Credits: PTI)

সোমবার মধ্য কলম্বিয়ার শহর মেডেলিনের কাছাকাছি একটি ছোট বিমান ভেঙ্গে পড়ে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে,  বিমানের ভিতরে থাকা  আটজন আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। কলম্বিয়ার এভিয়েশন কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, ওলায়া হেরেরা বিমানবন্দর থেকে ওড়ার পর বিমানটি মেডেলিনের কাছে এসে ভেঙ্গে পড়ে। নিহতদের মধ্যে ছয়জন যাত্রী ও দুইজন ক্রু সদস্য রয়েছে। তবে বিমানটিতে আটজনের বেশি লোক ছিল কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

 দুর্ঘটনার সঠিক কারণ এখনও নির্ণয় করা যায়নি। মেডেলিনের মেয়র ড্যানিয়েল কুইন্টেরো এক বিবৃতিতে বলেছেন যে টেকঅফের সময় বিমানটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।দুর্ভাগ্যবশত, পাইলট বিমানটিকে বেশিক্ষণ আকাশে রাখতে সক্ষম হননি এবং এটি শহরের মধ্যস্থলে এসে ভেঙ্গে পড়ে। যার ফলে সাতটি বাড়ি  ধ্বংস হয়েছে এবং ছয়টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।খবর পেয়েই ঘটনাস্থলে পৌছান দমকল কর্মীরা, তাদের তৎপরতায় আগুন নেভানো হয়। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ঘটনাস্থলের ভিডিওতে বিমান দুর্ঘটনার পরবর্তী ধ্বংসাবশেষ এর ছবি দেখা যাচ্ছে। দেখুন -