আর্থিক প্রতারণা মামলায় কলম্বোর প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর পুত্রকে গ্রেফতার করল পুলিশ। পুলিশের তরফে জানা গেছে কোর্টের নির্দেশে শনিবার সকাল ৬ টার সময় তাদের গ্রেফতার করা হয়।
আদালতে পেশ করা হলে আর্থিক প্রতারণা নিয়ে দুর্নীতিতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।যদিও এই তদন্ত নিয়ে কোন রকম মাথা ঘামাবেন না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
তিনি জানিয়েছেন, একজন ব্যক্তি এবং বাবা হিসেবে ছেলের এই অবস্থা তাঁর কাছে খুব বেদনাদায়ক। তবে বিচারব্যবস্থায় যাতে কোন বাধা না আসে এবং আইন যাতে আইনের কাজ করে সেবিষয়ে আশ্বাস দেন তিনি।
প্রেসিডেন্টের পুত্রকে গ্রেফতার সরকারের কাছে একটি বড় ধাক্কা।বিরোধী দলের ক্রমাগত চাপের ফলে এখন অনেকটাই ব্যাকফুটে কলম্বিয়ার সরকার। গতমাসেই প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করেন গুস্তাভো পেত্রো। যা লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় এক নতুন যুগের সূচনা করেছে।
Colombian police arrests President's son for money laundering
Read @ANI Story | https://t.co/LkhUG1mfqx#Colombia #GustavoPetro #NicholasPetro #Moneylaundering pic.twitter.com/rRh8F7NAtK
— ANI Digital (@ani_digital) July 30, 2023