China's retaliatory 84% tariffs on US imports (Photo Credit: X)

নয়াদিল্লি: আমারিকা-চিনের বাণিজ্য যুদ্ধে নতুন মোড় তৈরি হয়েছে। আমেরিকা ও চিনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বড় বাজি ধরেছেন। ট্রাম্প চিনের উপর ১২৫% বিশাল শুল্ক আরোপ করে বেইজিংয়ের উপর চাপ বৃদ্ধি করেছেন, একই সঙ্গে অন্যান্য দেশগুলিকে ৯০ দিনের শুল্ক বিরতি দিয়ে স্বস্তি দিয়েছেন। আপাতত অন্যান্য দেশের উপর মাত্র ১০% শুল্ক প্রযোজ্য হবে। এই পদক্ষেপকে ট্রাম্পের অর্থনৈতিক কৌশলের একটি অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন: US Tariff War: 'শুল্কযুদ্ধে' আপাতত স্বস্তি ভারতের, চাপ বাড়ল চিনের, নয়া শুল্কনীতি ঘোষণা ট্রাম্পের

চিন জানায় তারা আমেরিকার কাছে মাথা নত করবে না। মার্কিন পদক্ষেপের প্রতিক্রিয়ার বিরুদ্ধে চিন শেষ পর্যন্ত দৃঢ়ভাবে লড়াই করবে। সেইমতো চিন আজ আমেরিকার উপর ৮৪% শুল্ক আরোপ করে প্রতিশোধ নিয়েছে, যার ফলে চিন থেকে আমেরিকায় আসা পোশাক, ইলেকট্রনিক্স, খেলনা ইত্যাদি পণ্যের দাম বাড়বে। ট্রাম্প বলছেন, ‘চিনের এই পদক্ষেপে আমেরিকাতেই উৎপাদন প্রক্রিয়া বৃদ্ধি পাবে। যা আমেরিকার জন্য লাভজনক হবে।’ দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।