Representational Image (Photo Credits: IANS)

নয়াদিল্লিঃ বিগত কয়েকবছর ধরে বিশ্বজুড়ে ভয় ধরাচ্ছে মশাবাহিত নানা রোগ যার মধ্যে অন্যতম ডেঙ্গি (Dengue) চিকুনগুনিয়া(Chikungunya) যদিও ডেঙ্গির তুলনায় উপেক্ষিত একটি মশাবাহিত রোগ হল চিকুনগুনিয়া কিন্তু এবার চীনের মাথা ব্যথার কারণ হয়ে উঠল মশাবাহিত এই রোগ চিনে ক্রমশ বাড়ছে চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা বিবিসির রিপোর্ট অনুযায়ী, চীনে মোট হাজার মানুষ এই রোগে আক্রান্ত চীনের দক্ষিন প্রদেশের গুয়াংদোংয়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই রোগ

চীনে ৭,০০০ জন চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্ত

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গুয়াংদোংয়ের ফোশান শহর এই শহরের অলিতেগলিতে ছড়িয়ে গিয়েছে চিকুনগুনিয়া ভাইরাস এই শহরের মানুষজনকে কোনওরকম উপসর্গ দেখলেই হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছে চীনা কর্তৃপক্ষ সেখানে পরীক্ষা করে যদি রিপোর্ট নেগেটিভ আসে তবেই তাঁদের বাড়ি ফেরার অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়েছে ফোশান ছাড়াও গুয়াংদোংয়ের আরও ১২ টি শহরে সংক্রমণের খবর পাওয়া গিয়েছে গত সপ্তাহেই নতুন করে আক্রান্ত হয়েছে হাজার হংকং-এও ছড়িয়েছে এই ভাইরাস সোমবার প্রথম সংক্রমণের খবর আসে তবে চীনজুড়ে এই ভাইরাসের দাপট বাড়লেও রোগীরা চিকিৎসায় সেরে উঠছেন চীনা সংবাদসূত্রে খবর, এখন পর্যন্ত ৯৫ শতাংশ রোগীকে সাত দিনের মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে তবে বাড়িতে ফিরে অবশ্যই তাঁদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে

চীনজুড়ে চিকুনগুনিয়া আতঙ্ক, আক্রান্ত ৭ হাজার