COVID-19: ফের করোনার প্রকোপ চিনে, সংক্রমণ রুখতে উড়ানে নিষেধাজ্ঞা, বন্ধ স্কুল, কলেজ
Coronavirus Outbreak in China (Photo Credits: PTI)

বেজিং, ২১ অক্টোবর:  ফের করোনার (Corona) প্রকোপ ছড়াচ্ছেন চিন (China) জুড়ে। কোভিড ভীতির জেরে চিন থেকে প্রায় ১০০টি আন্তর্জাতিক বিমানের উড়ান বন্ধ করে দেওয়া হয়েছে। এএফপির খবর অনুযায়ী এমন রিপোর্ট প্রকাশ্যে আসতে শুরু করেছে। আন্তর্জাতিক উড়ান বন্ধের পাশাপাশি কোভিড রোধ করতে স্কুল (School), কলেজও বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শি জিনপিং সরকারের তরফে।

চিন জুডে় নতুন করে করোনাং সংক্রমণ (COVID 19) বাড়তে শুরু করায়, মঙ্গলবার থেকে গোটা দেশ জুড়ে কোভিড পরীক্ষায় জোর দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। পাশাপাশি পর্যটন কেন্দ্রগুলিকেও বন্ধ করে দেওয়া হয়েছে। পর্যটন কেন্দ্র থেকে যাতে কোনওভাবে করোনা নতুন করে ছড়াতে না পারে, সেই কারণে সমস্ত জায়গা বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  Aryan Khan Drug Case: উত্তরে সন্তুষ্ট নন গোয়েন্দারা? শুক্রবার ফের এনসিবি দফতরে হাজিরা অনন্যা পান্ডের

চিনের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, নতুন করে ছড়াচ্ছে সংক্রমণ। তাই স্থানীয়স্তরে পৌঁছে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে  নাগরিকদের উপর। কোনওভাবে সংক্রমণ ছড়ালে, তা যাতে শিগরিরই রোধ করা যায়, সে বিষয়ে পদক্ষেপ করতে হবে বলেও দেওয়া হয়েছে নির্দেশ।