আন্তোনিয়ো গুতেরেস (ছবিঃANI)

নয়াদিল্লিঃ ইরানের (Iran) উপর হামলা আমেরিকার (America)। এবার ইরান-ইজরায়েল (Iran-Israel War) সংঘাতে আমেরিকার সরাসরি হস্তক্ষেপে উদ্বেগ প্রকাশ রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসের। পশ্চিম এশিয়ার উপর আমেরিকার বলপ্রয়োগ দেখে শঙ্কিত গুতেরেস। পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে উদ্বেগ প্রকাশ রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের। আমেরিকার হামলার জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ গুতেরেসের।

ইরানের উপর আমেরিকার হামলাকে মোটেই ভাল চোখে দেখছেন না গুতেরেস

শনিবার ইরানের আকাশসীমায় ঢুকে আমেরিকারর হামলা চালানোর পর সমাজমাধ্যমে গুতেরেস লেখেন, "ইরানের বিরুদ্ধে আমেরিকার বলপ্রয়োগ দেখে আমি শঙ্কিত। যে দেশ এমনিই খাদের কিনারায় দাঁড়িয়ে, যেখানে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা বিঘ্নিত হয়ে আছে সেখানে নতুন করে আমেরিকার আঘাতে উত্তেজনা ছড়াল। পরিস্থিতি আরও ভয়ানক হয়ে গেল। এবার এই সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আর তা হলে শুধু পশ্চিম এশিয়াই ক্ষতিগ্রস্ত হবে না, সারা বিশ্বকে এর ফল ভোগ করতে হবে।" সেই সঙ্গে রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশগুলিকে উত্তেজনা প্রশমনের আর্জি জানিয়েছেন রাষ্ট্রসচিব। এই প্রসঙ্গে গুতেরেস বলেন, "রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশগুলিকে শান্ত হওয়ার অনুরোধ জানাচ্ছি। উত্তেজনা প্রশমন করতে হবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা যাবে না। কূটনৈতিক পথে হেঁটে সমাধানের রাস্তা খুঁজতেঁ হবে। শান্তিই হবে আমাদের একমাত্র কাম্য।"

উল্লেখ্য, রবিবার ভোরে (ভারতীয় সময়) ইরানের পরপর তিনটি পরমাণু ঘাঁটিতে হামলা চালায় মার্কিন সেনা। ইরানের ফোরদো, নাতানজ় ও ইসফাহানে অবস্থিত তিনটি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়। মার্কিন সেনার এই অভিযান সর্বদিক থেকে 'সফল' বলে জানান ডোনাল্ড ট্রাম্প।

 ইরানের উপর আমেরিকার বলপ্রয়োগে শঙ্কিত রাষ্ট্রপুঞ্জের মহাসচিব