ইউক্রেনের খেরসন শহর থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে রাশিয়া। শহরটির দিনিপ্রো নদীর পশ্চিম তীর থেকে সেনাদের পিছু হটার নির্দেশ দেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। খেরসনে নিযুক্ত রাশিয়ার ডেপুটি নেতা কিরিল স্ত্রেমসোভ গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন, এমন সংবাদ প্রকাশের পরপরই সেখান থেকে রুশ সেনা প্রত্যাহারের ঘোষণার কথা জানা গেল। তবে মনে করা হচ্ছে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণের মুখেই মূলত রাশিয়া এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। অন্যদিকে ইউক্রেনের যুদ্ধের জন্য নিযুক্ত রুশ কমান্ডার সের্গেই সুরোভিকিন বলেছেন, শহরটিতে আর রসদ সরবরাহ করা সম্ভব নয়। তাই এই কঠিন সিদ্ধান্ত।
Russia orders its military to withdraw from Ukraine's Kherson city, reports AFP
— ANI (@ANI) November 9, 2022