Brazil: ব্রাজিলে এক নাগাড়ে বৃষ্টিতে ভাঙছে বাড়িঘর, মৃত্যু ৯৪ জনের, নিখোঁজ বহু
Rain In Brazil (Photo Credit: File Photo)

রিও ডি জেনেরিও, ১৭ ফেব্রুয়ারি:  এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে ব্রাজিলের (Brazil) বেশ কিছু অংশ জুড়ে। রিও ডি জেনেরিওর (Rio de Janeiro) পেট্রাপলিস শহরে এক নাগাড়ে বৃষ্টির জেরে ইতিমধ্যেই ৯৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। সেই সঙ্গে ভেঙে পড়েছে কমপক্ষে ৫৪টি বাড়ি।

রিপোর্টে প্রকাশ, ব্রাজিলের রিও ডি জেনেরিওতে এক নাগাড়ে বৃষ্টির (Rain) জেরে ২৪ জনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনও নিখোঁজ ৩৫ জন। ফলে নিখোঁজদের জন্য শুরু হয়েছে জোরদার তল্লাশি।

আরও পড়ুন:  Bappi Lahiri: থামানো যাচ্ছে না, বাপ্পি লাহিড়ির কন্যা কেঁদে চলেছেন এক নাগাড়ে

গত মঙ্গলবার থেকে বার্জিলের বেশ কিছু অংশ জুড়ে জোরদার বৃষ্টি শুরু হয়। যার মধ্যে রিও ডি জেনেরিওর পেট্রাপলিসে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। তবে আগামী কয়েক দিনে বৃষ্টির রেশ আরও বাড়বে কি না, সে বিষয়ে আবহাওয়া দফতরের তরফে এখনও কিছু জানানো হয়নি।