বাগদাদ, ২০ জুলাই: বাগদাদে (Baghdad) ভয়াবহ বিস্ফোরণে ২২ জনের প্রাণ গেল৷ আহত হয়েছেন ৬৬ জন৷ সোমবার সূর্যাস্তের আগে হামলার ঘটনাটি ঘটেছে বাগদাদের অদূরে সদর শহরের এক বাজারে৷ বিস্ফোরণের জেরে বাজারের বেশিরভাগ দোকানের কোনও অস্তিত্ব নেই৷ লাগোয়া আবাসনগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এই প্রসঙ্গে জিনহুয়া সংবাদ সংস্থার তথ্য বলছে, ইরাক প্রশাসন সূত্রের খবর, বিস্ফোরণের তদন্ত শুরু হয়েছে সেই রিপোর্ট এলে গোটা ঘটনাটি আরও বিশদে জানা যাবে৷ এই বিস্ফোরণের ঘটনায় বেজায় সবিরক্ত স্থানীয় দোকানি হায়দার৷ তিনি ক্ষোভ উগরে দিয়ে জানান, ক্ষতিগ্রস্ত বাজারটিতে তাঁদেরও দোকান ছিল৷ সেটি সম্পূর্ণ ভস্মীভূত৷ বহু মানুষের মৃত্যু হয়েছে৷ ক্ষতির হিসেবে লক্ষাধিক৷ এমনিতেই কোনওরকমে ব্যবসা চলছিল, এই বিস্ফোরণ তাও কেড়ে নিল৷ আরও পড়ুন-Shilpa Shetty's Husband Raj Kundra: পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা
২০১৭-তে ইরাকি সেনার হাতে জঙ্গি গোষ্ঠী আইএস এর ভরাডুবির পর সাম্প্রতিক অতীতে ইরাকে ভয়াবহ বিস্ফোরণের কোনও নজির নেই৷ তবে একেবারে আইসিসদের নির্মূল করা সম্ভব হয়নি৷ সেই সময় সেনা ও পুলিশের নজর এড়িযে যারা বেঁচে যায়, তারাই এখন শহরের ভিড়ে মিসে থেকে মাঝে মাঝেই পুলিশ প্রশাসনের উপরে গেরিলা অ্যাটাক চালাচ্ছে৷ কেউ কেউ মরুভূমিতে আশ্রয় নিয়ে শক্তি সঞ্চ করে শহরে এসে জীবনের মূল স্রোতকে বিনষ্ট করতে এই সব বিস্ফোরণের ছক কষছে৷