শিল্পার সঙ্গে রাজ, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ১৯ জুলাই: গ্রেফতার করা হল শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রাকে। পর্নোগ্রাফি ছবিতে লগ্নির অভিযোগে মুম্বই পুলিশের তরফে গ্রেফতার করা হয় (Shilpa Shetty's Husband) রাজকে। মুম্বই পুলিশের (Mumbai Police) ক্রাইম ব্রাঞ্চের তরফে গ্রেফতার করা হল শিল্পপতি রাজ কুন্দ্রাকে।

পুলিশ সূত্রে খবর, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পর্নোগ্রাফি মামলা নিয়ে নড়েচড়ে বসে মুম্বই পুলিশ। ওই মামলার মূল অভিযুক্ত (কি কন্সপিরেটর) হিসেবেই গ্রেফতার করা হয় রাজ কুন্দ্রাকে। পাশাপাশি রাজ কুন্দ্রার (Raj Kundra) বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ রয়েছে পুলিশের হাতে। যার জেরে বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেফতার করা হয় অভিনেত্রীর স্বামীকে।

আরও পড়ুন: Kareena Kapoor Khan: নয়া রূপে করিনা, অবাক অনুরাগীরা, ভাইরাল ছবি

জানা যাচ্ছে, লন্ডনের 'কেন্ড্রিং' নামে একটি কোম্পানিতে ১০ কোটি নিয়োগ করেন রাজ কুন্দ্রা। ওই কোম্পানির সঙ্গে জড়িত থাকার অভিযোগে উমেশ নামে এক ব্যক্তিকে এর আগেই গ্রেফতার করা হয়। রাজ কুন্দ্রা এবং উমেশের মধ্যে পর্নোগ্রাফি ফিল্মে (Porn Films) নিয়োগের জন্য প্রায়শই বড় অঙ্কের আদানপ্রদান হত বলে পুলিশের তরফে জানা যাচ্ছে।