Credit: PTI

দিল্লি, ১০ ডিসেম্বর: মার্কিন মুলুকে (US) ছড়াচ্ছে বার্ড ফ্লু (Bird Flu)। মার্কিন যুক্তরাষ্ট্রে পশু, পাখিদের মধ্যে ক্রমাগত ভাইরাসের সংক্রমণ বাড়ছে। পশু, পাখিদের ছাড়িয়ে এই ভাইরাস যাতে কোনওভাবে মানুষের মধ্যে সংক্রমণ ছড়াতে না পারে, তার জন্য এবার উচ্চ পর্যায়ের সতর্কতা জারি করলেন গবেষকরা। গবেষকদের আশঙ্কা, বার্ড ফ্লুর নামের এই ভাইরাসের খুব বেশি মিউটেশনের প্রয়োজন হয় না। মাত্র একবার মিউটেশনের মাধ্যমেই এই ভাইরাস মানুষের মধ্যে সংক্রমণ ঘটাতে সক্ষম।

H5N1 নামের এই ভাইরাসটি অত্যন্ত মারাত্মক। যে কোনও সময় এই ভাইরাস মানুষের মধ্যে প্রবেশ করে তার সংক্রমণ ঘটাতে পারে। সংক্রমণের পর এই ভাইরাস মানুষের মৃত্যু ঘটাতে পারে বলে চিকিৎসকরা সতর্ক করেন। ফলে এই ভাইরাসে মানুষের মৃত্যুর হারও ক্রমাগত বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

বার্ড ফ্লু ভাইরাস সাধারণত বেশ কয়েকটি মিউটেশনের পর তবেই মানুষের শরীরে প্রবেশ করতে পারে। তবে এই মুহূর্তে বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ ক্ষমতা অত্যন্ত বেশি। ফলে একটি বা দুটি মিউটেশনের পরপরই বার্ড ফ্লু মানুষকে সংক্রমিত করতে পারে বলে জানানো হয়েছে সতর্কবার্তায়।

জার্নাল সায়েন্স নামের একটি পত্রিকায় গত ৫ ডিসেম্বর বার্ড ফ্লু নিয়ে একটি সতর্কবার্তা প্রকাশিত হয়। সেখানেই জানানো হয় এই আশঙ্কার কথা।