ইসলামাবাদ, ২৩ নভেম্বর: লন্ডনে প্রয়াত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের অসুস্থ মা বেগম শামিম আখতার (Begum Shamim Akhtar)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। প্রায় মাসখানেক ধরে অসুস্থ ছিলেন তিনি। রবিবার সন্ধ্যায় মায়ের মৃত্যুর খবর দেন পাকিস্তান মুসলিম লীগের নেতা নওয়াজ শরীফ। ডন নিউজের তরফে জানানো হয়েছে, গত সপ্তাহে দুবার চেকআপের জন্য লন্ডনের এক হাসপাতালে গিয়েছিলেন বেগম শামিম আখতার। রবিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পাকিস্তান মুসলিম লীগের পাঞ্জাবের সেক্রেটারি জেনারেল আতাউল্লা তারার। কয়েকদিনের মধ্যেই লন্ডন থেকে বেগম শামিম আখতারের মরদেহ লাহোরে নিয়ে আসা হবে। তারপর পরিবারের নিজস্ব সমাধিস্থল জাতি উমরা এস্টেটে স্বামী মিয়ান শরীফের পাশেই তাঁর দাফনের বন্দোবস্ত করা হবে। আরও পড়ুন-Sushila Devi Dies: করোনা পরবর্তী অসুস্থতায় প্রয়াত ওড়িশার রাজ্যপাল অধ্যাপক গণেশি লালের স্ত্রী সুশীলাদেবী
হৃদপিণ্ড ও কিডনির সমস্যা নিয়ে দীর্ঘদিন লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন নওয়াজ শরীফ। গত ফেব্রুয়ারি মাসে চিকিৎসকদের পরামর্শকে অগ্রাহ্য করেই ছেলেকে দেখতে লন্ডনে পাড়ি দেন ৯০ বছরের মা বেগম শামিম আখতার। ২০০৪ সালে বাবা মিয়ান শরীফ এন্তেকাল করলে তাঁর জানাজায় অংশ নিতে পারেননি নওয়াজ শরীফ ও তাঁর ভাই শেহবাজ শরীফ। দু’জনেই সেসময় জেদ্দায় নির্বাসনে ছিলেন। সেই সময় পাকিস্তানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন সামরিক শাসক পারভেজ মুশারফ। তাঁর শর্তাধীন মুক্তির অফারকে বাতিল করে দেন নওয়াজ শরীফ ও শেহবাজ শরীফ। তবে মায়ের শেষকৃত্য উপলক্ষে নওয়াজ শরীফ আদৌ পাকিস্তানে ফিরছেন কি না তা এখনও জানা যায়নি।