ভুবনেশ্বর, ২৩ নভেম্বর: রবিবার রাতে করোনা পরবর্তী অসুস্থতায় (COVID-19 Complications) প্রয়াত ওড়িশার রাজ্যপাল অধ্যাপক গণেশি লালের স্ত্রী সুশীলাদেবী (Sushila Devi)। তিনি করোনা পরবর্তী অসুস্থতার কারণে ভুবনেশ্বরের এসইউএম আল্টিমেট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাজ্যপালের অফিস থেকেই টুইট বার্তায় সুশীলাদেবীর মৃত্যুর খবর জানানো হয়। টুইটে লেখা হয়, “গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে জানানো হচ্ছে যে রাজ্যের ফার্স্ট লেড সুশীলাদেবীর মৃত্যু হয়েছে। আসুন আমরা তাঁর বিদেহী আত্মার জন্য প্রার্থনা করি, ওম শান্তি।” চলতি নভেম্বেরের শুরুতেই পরিবারের চার সদস্য ছাড়াও সস্ত্রীক করোনায় আক্রান্ত হন ওড়িশার রাজ্যপাল অধ্যাপক গণেশি লাল। আজ সুশীলাদেবী মত্যুতে শোক জ্ঞাপন করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। আরও পড়ুন-'Ajab Prem ki Gajab Kahaani': রাতবিরেতে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে গণ ধোলাই, সাত সকালেই হল বিয়ে? (দেখুন ভিডিও)
With profound grief and heavy heart, we inform that the First Lady of the State Smt Sushila Devi passed away yesterday night. Let us pray for the departed holy soul. Om Shanti! pic.twitter.com/RZjBH99opc
— Governor Odisha (@GovernorOdisha) November 23, 2020
একইভাবে শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের বিশ্বভূষণ হরিচন্দন, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, ওড়িশা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি নিরঞ্জন পট্টনায়েক-সহ বিভিন্ন নেতৃত্ব সুশীলাদেবীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন। সুশীলাদেবীকে স্মরণ করে নবীন পট্টনায়েক জানান, তিনি ছিলেন সুন্দর হৃদয়ের অধিকারিণী এক ধার্মিক প্রাণ। সুশীলাদেবীর মৃত্যুতে রাজ্যপাল গণেশি লাল-সহ গোটা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। এক টুইট বার্তায় অন্ধ্রপ্রদেশের গভর্নর বিশ্বভূষণ হরিচন্দন বলেন, “ওড়িশার রাজ্যপাল অধ্যাপক গণেশি লালের স্ত্রী শ্রীমতী সুশীলাদেবীর আকস্মিক প্রয়াণে তিনি গভীরভাবে শোকাহত। গোটা পরিবারে প্রতি রইল আন্তরিক সমবেদনা। সুশীলাদেবী দয়ালু প্রকৃতির মহিলা ছিলেন। দুঃস্থদের জন্য বিভিন্ন জনকল্যাণ মূলক অনুষ্ঠানে তিনি নিজে থেকেই অংশ নিতেন।”