ঢাকা, ১৮ অক্টোবর: বাংলাদেশে (Bangladesh) দুর্গা পুজোর (Durga Puja) প্যান্ডেলে হামলার ঘটনায় ফুঁসে উঠতে শুরু করেছেন সে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। কুমিল্লা, রংপুর, নাসিরগঞ্জে হামলার ঘটনায় এবার অনশন ধর্মঘটের ডাক দিলেন সে দেশের সংখ্যালঘুরা। বাংলাদেশে দুর্গা পুজোর প্যান্ডেলে হামলার ঘটনায় এবার অনশন ধর্মঘটের ডাক দিয়ে পথে নামতে দেখা যায় সংখ্যালঘুদের ।
ঢাকা থেকে ১৫৭ কিলোমিটার দূরের ফেণিতে হামলা চালানো হয় শনিবার রাতে। ফেণির পাশাপাশি রংপুর, কুমিল্লি, নাসিরগঞ্জের বহু পুজো প্যান্ডেলে হামলার ঘটনা ঘটে। যার জেরে শোরগোল শুরু হয়ে যায় ভারত (India) জুড়েও।
ISKCON along with other Hindu community members protests in the streets of Noakhali, Bangladesh.
Happening now. pic.twitter.com/mwgL2vMjUn
— Iskcon,Inc. (@IskconInc) October 16, 2021
দুর্গা পুজোর প্যান্ডেলে হামলার ঘটনায় এবার বাংলাদেশের ইস্কন (Iskcon) মন্দির কমিটির তরফে প্রতিবাদ শুরু হয়। দোষীদের উপযুক্ত বিচার চেয়ে সরব হন ইস্কন মন্দিরের সদস্যরা।