ঢাকা, ১৮ অক্টোবর: পরিকল্পনা করেই বাংলাদেশে দুর্গা পুজোর (Durga Puja) মণ্ডপে হামলা চালানো হয়েছে। এবার এমনই দাবি করলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বাংলাদেশের (Bangladesh) কুমিল্লা, রংপুর জেলার একাধিক পুজো মণ্ডপে যখন হামলা চালানো হয়, তা নিয়ে জোর সমালোচনা শুরু হয়ে যায় ভারত জুড়ে। বিষয়টি নিয়ে রবিবার সাংবাদিকদের মুখোমুখি হন আসাদুজ্জামান খান (Bangladesh Home Minister)।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে যেভাবে দুর্গা পুজোর প্যান্ডেলগুলিতে হামলা হয়েছে, তা পুরোপুরি পূর্ব পরিকল্পিত। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই ওই হামলা চালানো হয়েছে। গত কয়েকদিন যেভাবে কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় হিন্দুদের পুজোর প্যান্ডেলে হামলা হয়েছে, তার জেরে কমপক্ষে ৪ হাজার মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাত থেকে কুমিল্লা সহ বাংলাদেশের একাধিক এলাকার পুজো প্যান্ডেলে দুষ্কৃতী হামলা চলে বলে জানান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: West Bengal Weather: দক্ষিণে নিম্নচাপ, ঘূর্ণাবর্ত, পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি, জারি কমলা, হলুদ সতর্কতা
কুমিল্লার পাশাপাশি রামু এবং নাসিরনগরেও হিন্দুদের পুজোর প্যান্ডেলে হামলা হয়েছে বলে দাবি ঢাকা ট্রিবিউনের।
Hasina is celebrating today her brother Sheikh Russel's birth annivrrsary when thousands of Hindus are homeless after their houses were demolished or burnt down.
— taslima nasreen (@taslimanasreen) October 18, 2021
এদিকে বাংলাদেশের ঘটনার প্রতিবাদে মুখ খুলতে শুরু করেছেন লেখিকা তসলিমা নাসরিন (Sheikh Hasina)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে বাংলাদেশের ঘটনার বিরুদ্ধে তীব্র বিষোদগার করেন তসলিমা। তিনি বলেন, বাংলাদেশে যখন পুজোর প্যান্ডেলে হমালা চালায় দুষ্কৃতীরা, তখন শেখ হাসিনা শেখ রাসেলের জন্ম শতবার্ষিকী পালন করছেন। বাংলাদেশে যখন সংখ্যালঘুদের উপর হামলা চালানো হচ্ছে, তখন হাসিনা কীভাবে নিষ্পৃহ রয়েছেন বলে প্রশ্ন তোলেন তসলিমা নাসরিন।