Donald Trump, Muhammad Yunus (Photo Credit: Instagram/X)

দিল্লি, ২৭ জানুয়ারি: এবার থেকে আর কোনও দেশকে সাহায্য করবে না আমেরিকা (US)। দান খয়রাতির দিন শেষ বলে স্পষ্ট জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইউক্রেন হোক কিংবা মেক্সিকো, কোনও দেশকেই সাহায্য় করবে না ডোনাল্ড ট্রাম্পের সরকার। যেমন কথা তেমনি কাজ। আর এবার বাংলাদেশকে সাহায্য বন্ধ করল আমেরিকা। মহম্মদ ইউনুসের তদারকি সরকারকে এবার থেকে আর কোনওভাবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সাহায্য করবে না বলে সিদ্ধান্ত ওয়াশিংটন ডিসির। বাংলাদেশে অনুদান বন্ধের ফাইলে ট্রাম্প স্বাক্ষরও করেছেন বলে খবর। ফলে এবার বড় ধাক্কা খেল মহম্মদ ইউনুসের (Muhammad Yunus) তদারকি সরকার।

আরও পড়ুন: Donald Trump Halts All Foreign Aid: দেশের মানুষের টাকা নয়ছয় নয়, সমস্ত ধরনের দান খয়রাতি বন্ধ করলেন ট্রাম্প, অনটনে বহু দেশ

বাংলাদেশের অনুদান বন্ধ করলেন ডোনাল্ড ট্রাম্প...

 

রিপোর্টে প্রকাশ, বাংলাদেশকে সাহায্যের যে সমস্ত ফাইল ছিল, তা অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ কোনওভাবে আর ঢাকাকে দান করবে না ওয়াশিংটন। আমেরিকা ফার্স্ট বলে যে নীতি নিয়ে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছেন, তার জেরে এবার সমস্ত ধরনের বিদেশি সাহায্য বন্ধ করা হচ্ছে বলে জানানো হয়।

বর্তমানে যে অর্থনৈতিক দুরাবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ চলছে,তারপর মার্কিন সাহায্য বন্ধের জেরে প্রভাব কতটা ঢাকার উপর পড়তে চলেছে,তা কার্যত স্পষ্ট।

গত অগাস্টে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। সেই থেকে হাসিনা ভারতের নিরাপদ আশ্রয়ে রয়েছেন। অন্যদিকে বাংলাদেশের দায়িত্ব নেন মহম্মদ ইউনুস। মহম্মদ ইউনুসের নেতৃত্বে তদারকি সরকার আপাতত বাংলাদেশে ক্ষমতায় রয়েছে। তার মাঝেই বড় পদক্ষেপ ডোনাল্ড  ট্রাম্পের।