Sheikh Hasina (Photo Credit: Instagram)

দিল্লি, ১৮ ফেব্রুয়ারি: এবার মুখ খুললেন শেখ হাসিনা (Sheikh Hasina)। ভার্চুয়ালি একটি অনুষ্ঠানে হাজির হয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী (Bangladesh) বলেন, তিনি বাংলাদেশে ফিরবেন। সেই সঙ্গে বাংলাদেশে যে অত্যাচারিত, নীপিড়িতরা রয়েছে, তাঁরা যাতে বিচার পান, সেই ব্যবস্থাও করবেন বলে জানান শেখ হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর কথায়, যে মানুষরা প্রতিদিন অত্যাচারিত হচ্ছেন, তাঁদের পরিবার যাতে সঠিক বিচার পায়, সেই ব্যবস্থা তিনি করবেন। অত্যাচারীদের শাস্তির ব্যবস্থাও তিনি করবেন বলে  মহম্মদ ইউনুস (Muhammad Yunus) সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, বাংলাদেশে তিনি ফিরবেন। সেই কারণে 'আল্লাহ' হয়ত তাঁকে জীবিত রেখেছেন বলেও মন্তব্য করেন মুজিব-কন্যা।

গত বছর জুলাই থেকে অগাস্ট মাসের মধ্যে যখন ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে ওঠে গোটা বাংলাদেশ, সেই সময় শেষ পর্যন্ত বাংলাদেশ ছেড়ে পালান শেখ হাসিনা। বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন হাসিনা। ভরতেই নিরাপদ আশ্রয়ে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। এবার ভারতে থেকেই ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে ইউনুস সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন শেখ হাসিনা।

তিনি বলেন, জুলাই থেকে অগাস্ট মাসের মধ্যে যে ছাত্র আন্দোলনের নাম করে অশান্তি ছড়ানো হয়, সেখানে বহু পুলিশ কর্মী আহত হন। ওই সমস্ত পুলিশ কর্মীদের পরিবারগুলি কোনওভাবে বিচার পাচ্ছেন না। তিনি বাংলাদেশে ফিরলে নিপীড়িত পুলিশ কর্মীদের পরিবারগুলি বিচার পাবে বলেও  ওই অনুষ্ঠান থেকে আশ্বাস দিতে শোনা যায় শেখ হাসিনাকে। মহম্মদ ইউনুস সরকার বেছে বেছে তাঁর সময়ের পুলিশ কর্মীদের উপর হামলা চালাচ্ছে, শিল্পী জগৎও রেহাই পাচ্ছে না। সেই সঙ্গে আওয়ামী লিগের কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে। তিনি ফিরে আক্রান্তদের পাশে দাঁড়াবেন, তাঁদের পরিবাররা যাতে বিচার পায়, সেই পদক্ষেপ করবেন বেলও জানান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।