ঢাকা, ৯ জুলাই: শেখ হাসিনা (Sheikh Hasina) বাংলাদেশ (Bangladesh) ছাড়ার পর থেকে সে দেশের অবস্থা যে প্রায়শই বিগড়ে যেতে শুরু করেছে, তা স্পষ্ট। বিভিন্ন ঘটনাবলীর সামনে বাংলাদেশের অস্থির পরিস্থিতির ছবি যখন প্রকাশ্যে আসছে, সেই সময় সে দেশে বসবাসকারী সংখ্যালঘুদের উপর হেনস্থা, অত্যাচারের খবরও প্রকাশ্যে আসতে শুরু করেছে। ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণকে কেন গ্রেফাতরা করা হয় এবং জামিন দিতে অস্বীকার করে বাংলাদেশ সরকার, তা নিয়ে চর্চা এখনও অব্যাহত। চিন্ময়কৃষ্ণকে যখন গ্রেফতার করা হয়, সেই সময় ওই ঘটনার প্রতিবাদ করেন চট্টগ্রাম বিশবিদ্যালয়ের সংস্কৃতের সহকারী অধ্যাক কুশলবরণ চক্রবর্তী (Kushalbaran Chakraborty)। সেই ঘটনার প্রতিশোধ হিসেবে কুশবরণ চক্রবর্তীকে যেভাবে হেনস্থা করা হয়, তা দেখলে চমকে উঠবেন।
দেখুন কুশলবরণ চক্রবর্তীর হেনস্থার ভিডিয়ো...
পদন্নোতি পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়ে শিবির সন্ত্রাসীদের দ্বারা আক্রমণের শিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক কুশলবরণ চক্রবর্তী। pic.twitter.com/k6z4h7FRaZ
— Sujan Datta (@imSujanDatta) July 4, 2025
কী হয়েছিল কুশলবরণ চক্রবর্তীর সঙ্গে?
গত ৪ জুলাই কুশলবরণ চক্রবর্তী নিদের পদ্দোনতির জন্য বিশ্ববিদ্যালয়ে যান এবং পদাধিকারিকদের সঙ্গে কথাবার্তা শুরু করেন। ওই সময় কুশলবরণ চক্রবর্তীর উপর হামলা চালানোর চেষ্টা করে শিক্ষার্থীদের একটি দল। কুশলবরণ চক্রবর্তীর বিরুদ্ধে রাষ্ট্রদোহের অভিযোগ করা হয় এবং তাঁর হেনস্থা চলে প্রকাশ্যে। কুশলবরণ চক্রবর্তীকে নিয়ে এমন বিক্ষোভ শুরু হয় যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর পদোন্নতির সিদ্ধান্ত তখনই স্থগিত করে দেয়।
হেনস্থার মুখে পড়ে কী বললেন কুশলবরণ চক্রবর্তী?
উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে হেনস্থা করা হয়েছে। তাঁর হেনস্থার পিছনে প্রত্যক্ষ কারণ রয়েছে বলে জানান তিনি। এসবের পাশাপাশি কুশলরবণ চক্রবর্তীকে ভারতপন্থী বলে দাগিয়ে দেওয়া হয়। যা নিয়ে কুশবরণের বিরুদ্ধে ক্রমাগত বিদ্বেষ প্রকাশ করছেন শিক্ষার্থীদের একাংশ।
চিন্ময়কৃষ্ণের পর কুশলবরণ চক্রবর্তীর হেনস্থার ঘটনা রীতিমত উদ্বেগ ছড়াতে শুরু করেছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মাঝে।