রঙীন তাইল্যান্ড এখন দূষণের কালো বিষে আচ্ছন্ন। তাইল্যান্ডের রাজধানী ব্য়াঙ্ককে আকাশে বাতাস এখন বিষাক্ত। দূষণ থেকে বাঁচতে মাস্ক পরা বাধ্যতামূলক হয়েছে। জরুরী কাজ ছাড়া মানুষদের বাড়ি থেকে বের না হওয়ার পরমার্শ দিয়েছে দেশের স্বাস্থ্যমন্ত্রক। পর্যটকদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ব্য়াঙ্ককে বায়ুদূষণের মাত্রা এত বেড়ে গিয়েছে যা মানুষ অসুস্থ হয়ে পড়ছে। গোটা ব্য়াঙ্কক সকালে ঘন দূষিত ক্ষতিকারক ধোঁয়াশায় ঢাকা। দূষণের মাত্রা এটাই বেশী রাস্তায় মানুষদের বের হতে হলে লাগছে অন্তত দুটি মাস্ক।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ, কেউ তীব্র শ্বাসকষ্ট, কেউ আবার চোখে লালভাব নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দিন দিন হাসপাতালে ভিড় বাড়ছে। আরও পড়ুন- জাপানের রেস্তোরাঁয় 'সুশি সন্ত্রাসবাদ'এর আঁচ, গ্রেফতার ৩ ক্রেতা
দেখুন ভিডিয়ো
VIDEO: Bangkok is shrouded in a harmful haze, with nearly 200,000 people in Thailand having been admitted to hospital because of air pollution this week, officials said pic.twitter.com/AUfwXWQJb8
— AFP News Agency (@AFP) March 11, 2023
এখনও পর্যন্ত তাইল্যান্ডের মোট ২ লক্ষাধিক মানুষ বায়ুদূষণের সমস্যা হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর। বিষাক্ত বাতাস ঠিক করতে তাইল্যান্ড প্রশাসন নানা পদক্ষেপ নিলেও কাজে আসছে না।