শ্রীলঙ্কায় সন্তান পরিত্যাগকারী দম্পতির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, দ্বীপরাষ্ট্রের সরকার "বেবি বক্স" চালু করার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে নবজাতককে লালন-পালন করতে অক্ষম বা অনিচ্ছুক বাবা-মা শিশুটিকে গুমনামীভাবে রাষ্ট্রের কাছে রেখে যেতে পারেন তাদের যত্ন নেওয়ার জন্য। প্রোবেশন অ্যান্ড চাইল্ড কেয়ার সার্ভিসেস বিভাগ প্রকাশ করেছে যে, সাম্প্রতিক বছরগুলিতে ৬০ টিরও বেশি ক্ষেত্রে বাবা-মায়েরা শিশুদের রাস্তায় ফেলে চলে যাওয়ার ঘটনা ঘটেছে এবং গত ছয় বছরে বিভিন্ন কারণে হতাশ বাবা-মায়েরা অন্তত ৮০ টি শিশুকে হত্যা করেছেন বলে জানা গেছে। শিক্ষানবীশ ও শিশু পরিচর্যা অধিদপ্তরের কমিশনার এন আই লিয়ানাগে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'বেবি বক্স' চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন কিছু ঘটনার প্রেক্ষিতে যেখানে বাবা-মা তাদের সদ্যোজাত শিশুকে রাস্তায় এবং অন্যান্য বিভিন্ন অনিরাপদ পাবলিক প্লেসে ফেলে রেখে গিয়েছেন।
দেখুন আমেরিকার কেনটোকিতে চালু 'বেবি বক্স'
How do you feel about this safe haven baby drop box in Kentucky?👶🤔💭 pic.twitter.com/kqCrSzqT2v
— The NPC Show (@TheNPCShow) April 27, 2023
কমিশনার জানিয়েছেন, যে সব বাবা-মা শিশুটিকে 'বেবি বক্স'-এ রেখে যেতে চান, তাঁদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হবে না। তিনি আরও বলেন, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হলেও যেসব আইন বাস্তবায়ন করা হবে, সেগুলো সংশোধনের জন্য শিগগিরই মন্ত্রিসভার অনুমোদন চাওয়া হবে। সাম্প্রতিক আমেরিকার বেবি বক্সের ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকই এই ব্যবস্থাকে কিছুটা অমানবিক মনে করেছেন এবং কটাক্ষ করেছেন সেইসব দম্পতির পরিবার পরিকল্পনা নিয়েও।