Donald Trump Pennsylvania Rally Gunfire: মার্কিন যুক্তরাষ্ট্র রক্তাক্ত। প্রাক্তন মার্কিন প্রেডিসেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-কে লক্ষ্য করে গুলি চালালো এক আততায়ী। পেনসিলভিনিয়ার জনসভায় যখন তাঁকে জেতানোর আবেদন করে বক্তব্য রাখছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী তখনই তাঁকে এক আততায়ী গুলি করেন। গুলি গিয়ে লাগে ট্রাম্পের বাঁ কানে। রক্তাক্ত ট্রাম্প-কে কোনওরকমে দুর্ঘটনাস্থল থেকে বের করে নিয়ে যাওয়া হয়। রক্তাক্ত ট্রাম্পকে কোনওরকমে আড়াল করে নিয়ে যাচ্ছেন সিক্রেট সার্ভিসের কর্মীরা, তবু তাতে দমে না গিয়ে হাত তুলে নিজস্ব ভঙ্গিমায় তিনি দাঁড়িয়ে। এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পরে জানা যায় যে ব্যক্তি ট্রাম্পকে গুলি করে, তাকে পাল্টা গুলি চালিয়ে মারা হয়েছে। জনসভার সামনে এক ছাদ থেকে ওই ব্যক্তি ট্রাম্পুকে লক্ষ্য করে গুলি চালিয়ে ছিলেন বলে জানা গিয়েছে।
চার্চ থেকে বের হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয় ট্রাম্পের ওপর আততায়ী হামলার খবর। গোটা দেশ ট্রাম্পের ওপর গুলির ঘটনায় স্তব্ধ। পেনসিলভিনিয়ার ট্রাম্প সমর্থকদের কাঁদতে দেখা যায়। টিম ট্রাম্পের পক্ষ থেকে জানানো হয়, তিনি সুরক্ষিত আছন। মার্কিন সংবাদমাধ্যমে খবর ট্রাম্পকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর কানে সার্জারি করা হতে পারে। আরও পড়ুন-নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে মাটিতে আছড়ে পড়ল প্রশিক্ষণরত যুদ্ধ বিমান, মুহূর্তে বিস্ফোরণে ধ্বংস
দেখুন ভিডিয়ো- Graphic Content Warning
Las imágenes que le están dando la vuelta al mundo. El momento en el que Donald Trump interrumpe su discurso y se lleva la mano al lado derecho del rostro luego de que se oyeran unos sonidos. Segundos después, bajo el resguardo del Servicio Secreto, se le observa con el puño en… pic.twitter.com/ibB9nFBFYv
— Patricia Janiot (@patriciajaniot) July 13, 2024
দেখুুন ভিডিয়ো
I fully endorse President Trump and hope for his rapid recovery pic.twitter.com/ZdxkF63EqF
— Elon Musk (@elonmusk) July 13, 2024
গোটা দেশ ট্রাম্পের পাশে দাঁড়িয়েছে। রিপাবলিকানরা তো বটেই ডেমোক্রাটরাও ট্রাম্পকে সমবেদনা জানিয়েছেন। এক্স, স্পেস এক্স, টেসলার মালিক ইলন মাস্ক ট্রাম্পের সঙ্গে রুজভেল্টের সাহসের তুলনা টেনেছেন।