ইজরায়েল হামাস যুদ্ধে এবার লেবাননেও হামলা চালাল ইজরায়েলি বাহিনী। লেবাননের দক্ষিণ অংশে নাবাতেয়িতে ড্রোন হামলা চালায় ইজরায়েলি বাহিনী। লেবানন হেজবোল্লার শক্ত ঘাটি হওয়ার কারণে সেখান থেকে ইজরায়েলে হামলা চালিয়েছে তারা। তাই পাল্টা হামলা হিসেবে এবার লেবননকেও নিশানায় রেখেছে আইডিএফ।
শমিবার একটি স্থানীয় অ্যালুমনিয়াম ফ্যাক্টরিতে ড্রোন হামলা চালানো হয় ইজরায়েলের পক্ষ থেকে। ঘটনার জেরে কারখানার বেশ কিছুটা অংশ ধ্বংপ্রাপ্ত হয়েছে। তবে ঘটনায় হতাহতের কোন খবর মেলেনি।
তবে শুধু ড্রোন হামলায় নয় লেবাননের প্রায় ১০ টি স্থানে বিমান, হেলিকপ্টারের মাধ্যমেও হামলা চালিয়েছে ইজরায়েলের বাহিনী। গাজায় স্থল অভিযানের পর থেকে হেজবোল্লার হামলাও তীব্র হয়েছে ইজরায়েলে। সাধারণ মানুষের জন্য যুদ্ধ বন্ধ করার আবেদন জানালেও তাতে কোনভাবেই কর্ণপাত করেনি ইজরায়েল। তাই পাল্টা হিসেবে হেজবোল্লার তরফেও বিভিন্ন ইজরায়েলি সামরিক স্থাপনাতে হামলা জারি রেখেছে হেজবোল্লা।
An Israeli drone attacked the Lebanese southern city of Nabatieh for the first time since the July 2006 Israeli war on #Lebanon, Lebanese military sources told the media.
The drone fired two missiles on Saturday at a local aluminum factory on the road between Toul and Kfour,… pic.twitter.com/HMfJrRlUeA
— IANS (@ians_india) November 19, 2023