ডোনাল্ড ট্রাম্প (Photo Credits: Getty Images)

ওয়াশিংটন, ৭ জানুয়ারি: প্ররোচনামূলক টুইট করার অভিযোগে ১২ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হল ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। একইভাবে ১২ ঘণ্টার জন্য ব্লক হয়েছে ট্রাম্পের ফেসবুক পেজও। এই প্রসঙ্গে টুইটারের তরফে মোসেরি জানিয়েছেন, “আমরা ২৪ ঘণ্টার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছি।” একইভাবে নীতি লঙ্ঘনের অভিযোগে ব্লক করে দেওয়া হয়েছে ট্রাম্পের ফেসবুক পেজও। টুইটারে এই প্রসঙ্গে ফেসবুক নিউজ রুম এক পোস্টে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের ফেসবুক পেজের বিরুদ্ধে দুটি নীতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ফল স্বরূপ ২৪ ঘণ্টার জন্য তিনি ফেসবুক পেজে কিছু পোস্ট করতে পারবেন না।

এদিকে এক বিবৃতি জারি করে টুইটার জানিয়েছে, ওয়াশিংটন ডিসি-তে নজিরবিহীন হামলার ঘটনার কথা মাথায় রেখেই ট্রাম্পের টুইটগুলো সরাতে হয়েছে। ট্রাম্পের প্ররোচনামূলক টুইট আমাদের সিভিক ইন্টিগ্রিটি পলিসি-র বিরোধী। তাই সাময়িকভাবে অ্যাকাউন্টটি ব্লক করা হল। তবে ফের যদি একই কাজ করেন তিনি তাহলে তাঁর অ্যাকাউন্ট পাকাপাকিভাবে বন্ধ করে দেবে টুইটার।’ আরও পড়ুন-PM Modi On US Capitol Violence: ‘গণতন্ত্রে হিংসার জায়গা নেই’, আমেরিকায় ট্রাম্প সমর্থকদের ক্যাপিটল বিল্ডিং হামলার নিন্দায় সরব নরেন্দ্র মোদি

ক্ষমতা ধরে রাখতে একেবারে রাগে অন্ধ হয়ে গিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার জনসভায় সমর্থকদের ক্ষেপিয়ে তুলে বলেছিলেন, লড়াই তাঁরা ছাড়ছেন না। সমর্থকরা নেতার মান রাখতে শেষমেশ ক্যাপিটল বিল্ডিংয়ে (US Capital building) ঢুকে পড়ার চেষ্টা করল। সেই সময় ক্যাপিটল বিল্ডিংয়ের ভিতরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত সিলমোহর দিতে হাউস অফ রিপ্রেসেন্টেটিভ ও সেনেটের বৈঠক চলছিল। নিরাপত্তা বলয় ভেঙে সেখানেই ঢুকে পড়ার চেষ্টা করে ট্রাম্পের সমর্থকরা। স্বাভাবিকভাবেই নিরাপত্তা কর্মীদের সঙ্গে উত্তেজিত সমর্থকদের মুখোমুখি সংঘর্ষ লেগে যায়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আরও একজন গুরুতর আহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।