Amazon Robots. (Photo Credits:X)

Amazon Robots: AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা রোবট কি মানুষের কাজ কেড়ে নেবে? গোটা দুনিয়ার এই প্রশ্নের একটা জবাব হয়তো দিতে চলেছে দুনিয়ার এক নম্বর ই কমার্স সাইট অ্যামজন। জেফ বেজোসের কোম্পানির পরকিল্পনা, অ্যামাজনের ৭৫ শতাংশ কাজ করবে রোরট বা কৃত্রিম বুদ্ধিমত্তা। মানব কর্মীর বদলে রোবট কর্মীর দিকেই জোর দিচ্ছে অ্যামজন। সংবাদমাধ্যমে প্রকাশ, অ্যামাজন তাদের পুরো অপারেশনের ৭৫ শতাংশ কাজ স্বয়ংক্রিয় বা অটোমেশন করার লক্ষ্য নিয়েছে। গোপন নথি থেকে জানা গেছে, এই পদক্ষেপের ফলে ২০৩৩ সালের মধ্যে শুধুই মার্কিন যুক্তরাষ্ট্রে ৬ লক্ষের বেশি কর্মী নিয়োগের প্রয়োজন হবে না, কিংবা কাজ হারাবেন। যদিও একই সময়ে অ্যামাজনে বিক্রির পরিমাণ দ্বিগুণ হওয়ার আশা করা হচ্ছে। তবে শুধু আমেরিকায় নয়, গোটা বিশ্বেই অ্যামাজনের লক্ষ্য হল রোবটের মাধ্যমে কাজ করা। মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যামাজনের প্রায় ৭৫ শতাংশ ডেলিভারিতে রোবটিক সাহায্য ব্যবহার হচ্ছে। সেটা ৯০ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে।

অ্যামাজনে এখন এভাবে কাজ করে সাড়ে ৭ লক্ষ রোবট

অ্যামজনে রোবটিক্সের ব্যবহার ও কার্যক্রম

২০২৭ সালের মধ্যে অ্যামাজন আশা করছে, প্রায় এক লক্ষ ৬০ হাজার পদ রোবোটিক ব্যবস্থাপনার মাধ্যমে পূরণ করা যাবে। যা প্রতি আইটেম বিক্রিত আইটেমে প্রায় ০.৩০ ডলার কোম্পানির হয়ে সাশ্রয় করবে। বর্তমানে অ্যামাজনে মোট সাড়ে ৭ লক্ষ রোবট রয়েছে। যেখানে ২০১৯ সালে জেফ বেজোসের কোম্পানিতে ২ লক্ষ এবং ২০২২ সালে ৫লক্ষ ২০ হাজার রোবট ছিল। এই রোবটগুলি বিভিন্ন বস্তু ও পণ্য সরানো, সাজানো, শনাক্তকরণ, প্যাকিংসহ ছয়টি প্রধান কাজের দায়িত্ব পালন করছে।

অ্য়ামজনে কীভাবে কাজ করে রোবট

অ্যামাজনে কী কী রোবট কাজ করে

অ্যামাজনে প্রধান রোবটগুলির মধ্যে রয়েছে: স্প্য়ারো ও কার্ডিনাল। যেগুলি পণ্য খোঁজা ও প্যাকিংয়ের জন্য রোবোটিক আর্ম হিসাবে কাজ করে। পাশাপাশি রয়েছে প্রোটিয়াস নামের স্বায়ত্তশাসিত মোবাইল রোবট পণ্য সাজানো ও শনাক্তকরণের কাজ করে থাকে। সিকিউওয়াই রোবট দ্রুত ইনভেন্টরি সংরক্ষণের কাজ ৭৫ শতাংশ দ্রুততার সঙ্গে নিখুঁতভাবে কাজ করে থাকে। পাশাপাশি রয়েছে ডিজিট নামের দুই পায়ের হিউম্যানয়েড রোবট। যা সঙ্কীর্ণ জায়গায় কাজ করতে পারে এবং নতুনভাবে সামগ্রী পরিচালনা করতে সক্ষম। তবে এটি এখনও পরীক্ষানিরক্ষার স্তরে রয়েছে। শ্রেভপোর্টের ওয়্যারহাউসের মতো জায়গায় হাজারটির বেশি রোবট কাজ করছে প্রায় ২,০০০ জন মানবকর্মীর সঙ্গে, যেখানে **১৬০ জন রোবোটিক্স টেকনিশিয়ান কমপক্ষে ২৪.৪৫ ডলার প্রতি ঘণ্টা অনুযায়ী বেতন পান। রোবোটিক্স ডিপার্টমেন্টে তিন হাজারেরও বেশি কর্পোরেট ও ইঞ্জিনিয়ারিং কর্মী রয়েছেন।

রোবটে বসত লক্ষ্মী

অ্যামাজনের প্রতিটি ওয়্যারহাউসের রোবট প্যাকার ২৪ জন কর্মীর জায়গা নিতে পারে। প্রতিটি রোবট প্যাকারের খরচ ১ মিলিয়ন ডলার, যা মাত্র দুই বছরে মুনাফা দিয়ে খরচ উদ্ধার করে।