কাবুল, ২১ অগাস্ট: কমপক্ষে ১৫০ জনকে অপহরণ করেছে তালিবানরা। অপহৃতদের মধ্যে অনেকেই ভারতীয় নাগরিক। এই খবর জানিয়েছিল আফগানিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম। যদিও এই খবরের বিষয়ে কিছু জানায়নি ভারতের বিদেশ মন্ত্রক। যদিও অপহরণের খবর উড়িয়ে দিয়েছেন তালিবানের মুখপাত্র আহমদুল্লাহ ওয়াসেক। তিনি বলেছেন, স্থানীয় সংবাদমাধ্যমের এই খবর ভিত্তিহীন। তবে এখন সব ভারতীয়ই নিরাপদ আছেন বলে জানিয়েছে আফগান মিডিয়া। ভারতীয়দের নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে যাতে তাঁরা ভারতে ফেরার বিমান ধরতে পারেন। সরকারি সূত্রও জানিয়েছে, ভারতীয় নাগরিকদের তাৎক্ষণিক কোনও বিপদ নেই। ভারতীয়দের ট্রাকে করে নিকটবর্তী একটি পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে মাত্র।
কাবুলের স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ভারতীয়দের বিমানবন্দরের কাছে একটি গ্যারেজে নিয়ে যাওয়া হয়েছে এখন। সেখানে তালিবানরা ভারতীয়দের কাগজপত্র এবং পাসপোর্ট চেক করেছে।
বেশ কয়েক ঘণ্টা পর ফের আজ সকালেই আফগানিস্তান থেকে উদ্ধারকাজ শুরু করে ভারত। আজ ভারতের বিমান বাহিনীর C-130J বিমান ৮৫ জনের বেশি ভারতীয়কে নিয়ে কাবুল থেকে উড়েছে। বিমানটি তেল ভরার জন্য তাজিকিস্তানে অবতরণ করে। কাবুলে ভারতীয় বায়ুসেনার আরও একটি সি-১৭ বিমান দাঁড়িয়ে রয়েছে বলে খবর।
Ahmadullah Waseq, a Taliban spokesman has denied this report to a member of the Afghan media that reported on this story. More details are awaited. pic.twitter.com/hPq0i9evLK
— ANI (@ANI) August 21, 2021
Ahmadullah Waseq, a Taliban spokesman has denied this report to a member of the Afghan media that reported on this story. More details are awaited. pic.twitter.com/hPq0i9evLK
— ANI (@ANI) August 21, 2021
Multiple Afghan media outlets report kidnapping by Taliban of persons awaiting evacuation from #Kabul. Among them are reported to be Indian citizens. No official confirmation of this, more details awaited
— ANI (@ANI) August 21, 2021
কাবুল বিমানবন্দর থেকে বিমান ওঠানামা বেশ কঠিন হয়ে গিয়েছে। সূত্র জানিয়েছে, আনুমানিক এক হাজার ভারতীয়কে উড়িয়ে আনার নেওয়ার প্রয়োজন হতে পারে। কিন্তু ঠিক কতজন ভারতীয় আফগানিস্তানে রয়েছেন তা এই মুহূর্তে স্পষ্ট নয়। সূত্র আরও জানিয়েছে যে আফগান নাগরিকদের ভিসার আবেদনও স্বরাষ্ট্র মন্ত্রক খতিয়ে দেখছে।