প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

এক আন্তর্জাতিক বিমান সংস্থার বিমান সেবিকাদের বড়সড় যৌনচক্র ফাঁস হল। ভিয়েতনামের হোচি মিন সিটির এক বিলাসবহুল হোটেলে মধুচক্রের হদিশ পাওয়ার পর, ধরা পড়া বিভিন্ন মহিলা ও ব্যবসায়ীদের জেরায় উঠে আসে বিমানসেবিকাদের যৌন চক্রের কথা। গত বুধবার রাতে হোচি মিন শহরের পুলিশ এক বিলাসবহুল হোটেলে আপত্তিকর অবস্থায় ৮ জনকে ধরে। তাদের মধ্যে ছিলেন তিনজন বিমান সেবিকা। আর একজন পেশায় মডেল।

জেরার পর জানা যায় সেই রাতে ২ হাজার ইউরোর বিনিময়ে তারা সেক্স পার্টিতে এই হোটেলে এসেছিলেন। এরপর জেরায় উঠে আসে, কমপক্ষে ৩০ জন বিমান সেবিকা এমনটা নিয়মিত করে থাকেন। এই যৌন চক্রে এক একজন বিমান সেবিকা সর্বোচ্চ ২ হাজার ৩৬০ ইউরো প্রতি রাতে পারিশ্রমিক হিসেবে নেন। তাদের ক্লায়েন্টরা বেশীরভাগই শিল্পপতি, বিভিন্ন পেশার সেলেব্রিটিরা। আরও পড়ুন- অডিশন দিতে আসা মহিলাকে ধর্ষণ ও ভিডিয়ো ফাঁসের দায়ে গ্রেফতার নামী প্রযোজক

দেখুন ছবিতে

অনেক সময় বিমান যাত্রীদের প্রলোভন দেখিয়ে সেই সব বিমান সেবিকারা প্রলোভন দেখাতেন বলে অভিযোগ। মধুচক্র থেকে ধরা পড়া এক মহিলা জানালেন তিনি ভিয়েতনাম এয়ারলাইন্সে বেশ কয়েকমাস কাজ করতেন। তখনই তিনি বিমানের ভিতর ছবি তুলে রেখেছিলেন। এখন সেটা সেক্স ব়্যাকেটের কাজে ব্যবহার করেন।