দিল্লি, ১৫ অক্টোবর: হামাসের (Hamas) সঙ্গে শান্ত চুক্তি সম্পন্ন হওয়ার পর বড় দাবি করল ইজরায়েল (Israel)। নেতানিয়াহু সরকারের (Benjamin Netanyahu) তরফে দাবি করা হয়েছে, মঙ্গলবার পণবন্দিদের যে ৪টি দেহ ফেরানো হয়েছে ইজরায়েলকে, তার মধ্যে একটিতে গণ্ডগোল রয়েছে। ওই ৪টি মৃতদেহের মধ্যে একজন পণবন্দি নন বলে দাবি করা হয়েছে ইজরায়েলের তরফে।
সোমবার ২০ জন পণবন্দিকে ছাড়ে হামাস। ২০ জন পণবন্দির মধ্যে প্রত্যেকে ইজরায়েলি। সেই সঙ্গে মঙ্গলবার ৪ পণবন্দির মৃতদেহ ফেরানো হয়। ওই ৪ জনের মধ্যে একজন ইজরায়েলি পণবন্দি নয় বলে তেল আভিভের তরফে দাবি করা হয়। যা নিয়ে ফের তুমুল আলোচনা শুরু হয়েছে।
রেড ক্রসের মাধ্যমে পণবন্দিদের ফেরাচ্ছে হামাস...
#Israel on Wednesday identified more bodies of dead #hostages that were handed over by #Hamas a day earlier.
The handover came after Israel warned it would slash aid deliveries to #Gaza if the militant group didn't return the remains. pic.twitter.com/oRbjuY30G6
— FRANCE 24 English (@France24_en) October 15, 2025
ইজরায়েলি সেনা বাহিনীর তরফে জানানো হয়, মৃত পণবন্দিদের দেহের ডিএনএ-সহ বিভিন্ন পরীক্ষা করে দেখা গিয়েছে, নমুনা মিলছে না। তারপরই জানানো হয়, মৃতদেহগুলির মধ্যে একজন ইজরায়েলি পণবন্দি নন।
জীবিত এবং মৃত পণবন্দিদের দেহ ফেরাতে হামাস যাতে উপযুক্ত পদক্ষেপ করে, সে বিষয়ে সওয়াল করা হয় ইজরায়েলের তরফে।
এদিকে হামাস যখন ইজরায়েললি পণবন্দিদের ছাড়ছে, সেই সময় তেল আভিভও প্যালেস্তিনীয় বন্দিদের মুক্ত করছে। গাজ়ার একটি হাসপতালের তরফে জানানো হয়েছে, তারা এখনও পর্যন্ত ৪৫ জন প্যালেস্তিনীয়কে দেখেছে। অর্থাৎ শান্তি চুক্তি সম্পন্ন হওয়ার পর ৪৫ জন প্যালেস্তিনীয়কে এখনও পর্যন্ত ইজরায়েলের তরফে ছাড়া হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট হাসপাতাল।