Afghan Women's Football Team (Photo Credit: Twitter)

কাবুল, ১৬ সেপ্টেম্বর: গোটা আফগানিস্তান (Afghanistan) এখন তালিবানের কবজায়৷ ১৫ অগাস্ট তালিবান কাবুল দখলের পর সে দেশ থেকে পালাতে শুরু করেন বহু মানুষ৷ এবার সেই তালিকায় যুক্ত হল আফগানিস্তানের মহিলা ফুটবল দলের নাম৷ আফগানিস্তান তালিবানের (Taliban) দখলে যাওয়ার পর এবার সে দেশের মহিলা ফুটবল দলের সদস্যরা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করলেন৷

রিপোর্টে প্রকাশ, তোরখাম সীমান্ত দিয়ে আফগানিস্তান থেকে পাকিস্তানে (Pakistan) প্রবেশ করে আফগান মহিলা ফুটবল দল৷ আফগান মহিলা ফুটবল দলকে লাহোরে স্বাগত জানান পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী৷

আরও পড়ুন: Taliban: আফগানিস্তানের ক্ষমতা কার হাতে? ক্রমশ প্রকট হচ্ছে তালিবানের দুই গোষ্ঠীর বিবাদ

পাক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানান, তোরখাম সীমান্ত পেরিয়ে আফগান মহিলা ফুটবল দল (Afghanistan Women's Football Team) পাকিস্তানে প্রবেশের পর তাঁদের স্বাগত জানানো হয়৷ আফগানিস্তানের বৈধ পাসপোর্ট এবং পাকিস্তানের ভিসা সঙ্গে নিয়ে মহিলা ফুটবল দলের সদস্যরা তাঁদের দেশে এসেছেন৷ তবে আফগানিস্তানের মহিলা ফুটবল দলের কতজন সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা পাকিস্তানে প্রবেশ করেছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি৷

 

আরও পড়ুন: Nusrat Jahan: 'নুসরতকে বেশিই বিপ্লবী ভেবেছিলাম', সন্তানের বাবার পরিচয় প্রকাশ্যে আনায় অভিনেত্রীকে তোপ তসলিমার

তবে ডন-এর খবর অনুযায়ী, তালিবান কাবুল (Kabul) দখলের পর আফগানিস্তানের মহিলা ফুটবল দলের জন্য জরুরি ভিত্তিতে পাসপোর্সের ব্যবস্থা করা হয়৷ এরপরই তাঁরা পাকিস্তানে প্রবেশ করেন৷

এদিকে নয়ের দশকের তালিবানের চেয়ে বর্তমান সংগঠন ভিন্ন বলে যে দাবি করা হয়, তার উলটো রূপ দেখাতে শুরু করেছেন তালিব নেতৃত্ব৷  আফগানিস্তানের মহিলারা ক্রিকেট, ফুটবল সহ কোনও খেলায় (Sports) অংশ নিতে পারবেন না বলে এবারেও ফতেয়া জারি করে তালিবান নয়া সরকার৷  ফলে মহিলাদের উপর ফতেয়া জারি করার বিষয়ে গতবারের সংগঠনের সঙ্গে এবারের নেতৃত্বে কোনও ফারাক নেই বলে মনে করছে প্রায় গোটা বিশ্ব৷