Afghan Journo (Photo Credit: Twitter)

কাবুল, ১৬ জুন:  তালিবান (Taliban) যতই নিজেদেরকে আগের থেকে উন্নত এবং মননশীল হিসেবে বিশ্বের কাছে দাবি করুক না কেন, তারা যে সেই অন্ধকারেই রয়েছে, তা ফের প্রমাণিত। তালিবান শাসনে এবার রাস্তায় খাবার বিক্রি করতে দেখা গেল এক সাংবাদিককে। সারা জীবন ধরে যিনি আফগানিস্তানে (Afgahnistan) সাংবাদিকতা এবং টেলিভিশনের সঞ্চালক হিসেবে কাজ করেছেন, তিনি বর্তমানে পরিবারকে বাঁচাতে খাবার বিক্রি করছেন। এমনই একটি ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে জল্পনা শুরু হয়।

সারা জীবন সংবাদমাধ্যমে কাজ করে শেষ পর্যন্ত কাউকে এভাবে সংসার চালাতে রাস্তায় বসে খাবার বিক্রি করতে হবে, তা কেউ স্বপ্নেও কল্পনা করেননি বলে মন্তব্য করেন নেটিজেনদের একাংশ।

 

নতুন আফগানিস্তান তৈরির স্বপ্ন দেখিয়ে তালিবান যে এভাবে সাধারণ মানুষের জীবন দুর্বিসহ করে তুলবে, তা অকল্পনীয় বলে মন্তব্য কেরন আফগানিস্তানের প্রাক্তন মুখপাত্র কবীর হাকমল।