Taliban (Photo Credit: Twitter)

কাবুল, ৪ সেপ্টেম্বর: নয়ের দশকের তালিবানের (Taliban) চেয়ে এবারের সংগঠন পৃথক৷ তালিবান ২.০-কে নয়ের দশকের সংগঠনের সঙ্গে মিলিয়ে দিলে চলবে না৷ কাবুল দখলের পর এমনই মন্তব্য করেন তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ৷ তবে কাবুল দখলের পর গোটা দেশ জুড়ে যেভাবে মহিলা মডেলদের ছবি বিভিন্ন বিজ্ঞাপন থেকে মুছে ফেলা হচ্ছে, তা দেখে চিন্তায় গোটা বিশ্ব৷ এসবের মধ্যে এবার প্রকাশ্যে এল আরও একটি রিপোর্ট৷ যা সামনে আসার পর কার্যত ভয়ে কুঁকড়ে রয়েছেন আফগানিস্তানের (Afghanistan) যৌন কর্মীরা৷

দ্য সান-এর তরফে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে৷ ওই রিপোর্ট অনুযায়ী, যৌন কর্মীদের (Sex Workers) খুন করতে উদ্যত তালিবান৷ গোটা দেশে যত যৌন কর্মী রয়েছেন, তাঁদের খুঁজে বর করে শেষ করে দেওয়া হতে পারে৷ পর্ন সাইট খতিয়ে দেখে ওই সমস্ত যৌন কর্মীদের খুঁজে বের করার কাজ শুরু করেছে তালিবান৷ ওই সমস্ত যৌন কর্মীদের কাউকে খুন করে, কাউকে যৌনদাসী (Sex Slaves) তৈরি করে রাখতে চায় তালিব যোদ্ধারা৷

আরও পড়ুন: Taliban: 'ওরা আমাদের মেরে ফেলবে', তালিবানের ভয়ে আফগানিস্তানে ফিরতে নারাজ বিমান চালকরা

১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত সময়ে যখন তালিবান রাজত্ব ছিল, ওই সময়ও বহু মহিলাকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করে তালিবান৷ এবারও সেই একই ঘটনার পুরনাবৃত্তি হতে চেলেছে ভেবে শিউরে উঠছেন অনেকে৷

প্রসঙ্গত গত ২০ বছরে আফগানিস্তানের কোনও মহিলা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন শুনতে পেলে, তালিবান খুঁজে বের করে তাঁদের খুন করতে শুরু করে৷ এবারও তালিবান মহিলাদের সঙ্গে সেই একই ধরনের অত্যাচারের পুনরাবৃত্তি করতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ওই রিপোর্ট৷

যদিও তালিব নেতৃত্বের তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি৷