কাবুল, ৪ সেপ্টেম্বর: 'ওরা আমাদের মেরে ফেলবে৷' মার্কিন যুক্তরাষ্ট্রে (US) প্রশিক্ষণপ্রাপ্ত আফগান বিমান চালকরা ভয়ে দেশে ফিরতে চাইছেন না৷ তালিবানের ভয়ে এই মুহূর্তে বহু আফগান বিমান (Afghan Pilots) চালক উজববেকিস্তানের (Uzbekistan) ক্যাম্পে রয়েছেন বলে খবর৷
তবে উজবেকিস্তানের ক্যাম্পে আফগান বিমান চালকদের সব সময় থাকতে দেওয়া হবে না বলে বার বার জানানো হচ্ছে৷ তবে উজবেকিস্তানের ক্যাম্প ছাড়তে রাজি নয় আফগান বিমান চালকরা৷
আরও পড়ুন: Afghanistan: পঞ্জশিরের পাহাড়ে লুকিয়ে তালিব যোদ্ধা, অব্যাহত লড়াই, আতঙ্কে এলাকা ছাড়ছেন মানুষ
গত ৩১ অগাস্ট কাবুল (Kabul) ছাড়ে শেষ মার্কিন বিমান৷ আমেরিকান সেনা কাবুল ছাড়ার পর থেকে গোটা প্রায় আফগানিস্তান বর্তমানে তালিবানের দখলে৷ আফগানিস্তানে এবার নতুন সরকার গঠনের প্রক্রিয়াও শুরু করেছে তালিবান (Taliban)৷ জানা যাচ্ছে, মোল্লা বরাদরের নেতৃত্বে আফগানিস্তানে গঠিত হবে নয়া সরকার৷ মোল্লা ইয়াকুব, শের মহম্মদ স্তানিকজাইরাও আফগানিস্তান সরকারের শীর্ষ নেতৃত্বে থাকবেন৷