Panjshir (Photo Credit: Twitter)

কাবুল, ৪ সেপ্টেম্বর: গোটা আফগানিস্তান (Afghanistan) জুড়ে দখলদারি শুরু করেছে তালিবান (Taliban)৷ প্রায় গোটা আফগানিস্তান তাদের দখলে এলেও, পঞ্জশির এখনও অধরা মোল্লা বরাদরদের কাছে৷ সেই কারণে পঞ্জশির দখলের জন্য ক্রমাগত চেষ্টা চালাচ্ছে তালিবান৷ পঞ্জশির (Panjshir) দখলের চেষ্টায় বের কয়েকবার তালিবান গোলাগুলি শুরু করলেও, শেষ পর্যন্ত তাদের পিছু হঠতে হয়৷ পঞ্জশির দখলের জন্য শুক্রবার রাত থেকে ফের ওই এলাকায় লড়াই শুরু করে তালিবান৷ যদিও পঞ্জশিরে প্রবেশ করতে রেজিস্টেন্স ফোর্সের কড়া প্রতিরোধের মুখে পড়তে হয় তালিবানকে৷ তবে রেজিস্টেন্স ফোর্স এবং তালিবানের সঙ্গে লড়াইয়ের জেরে স্থানীয়রা এলাকা ছাড়তে শুরু করেছেন৷

স্থানীয়দের কথায়, গত ৪ দিন ধরে তালিবানের সঙ্গে রেজিস্টেন্স ফোর্সের ক্রমাগত লড়াই চলছে৷ রেজিস্টেন্স ফোর্স প্রধান আহমেদ মাসুদের সঙ্গে তালিবানের লড়াই শুরু হয়৷ ফলে স্থানীয়রা ভয়ে, আতঙ্কে ওই এলাকা ছেড়ে পালাতে শুরু করেন৷

আরও পড়ুন:  Afghanistan: পঞ্জশিরে কড়া প্রতিরোধের মুখে তালিবান, রেজিস্টেন্স ফোর্সের সঙ্গে লড়াইয়ে নিহত বহু

তালিবানের কথায়, আফগানিস্তান দখলের পর পঞ্জশিরের নেতাদের সঙ্গে তারা বার বার আলোচনার প্রস্তুতি নিয়েছে৷ প্রতিবারই রেজিস্টেন্স ফোর্সের তরফে সে বিষয়ে কোনও পদক্ষেপ করা হয়নি৷

স্থানীয়দের কথায়, পঞ্জশির দখলের চেষ্টায় রেজিস্টেন্স ফোর্সের সঙ্গে তালিবানের যুদ্ধ ক্রমাগত ভয়ঙ্কর হচ্ছে৷ বছর ৫২-র আসাদুল্লাহ জানান, পাহাড়ের কোনায় কোনায় ঘাপটি দিয়ে রয়েছে তালিব যোদ্ধারা৷ ফলে কখন রেজিস্টেন্স ফোর্সের সঙ্গে তাদের লড়াই শুরু হয়, সে বিষয়ে কারও জানা নেই৷ ফলে এলাকা ছেড়ে পালাতে শুরু করেছেন বহু মানুষ৷ পঞ্জশির, গ্রিন ভ্যালি থেকে ইতিমধ্যেই প্রায় ৪০০ বাসিন্দা বাড়িঘর ছেড়ে পালিয়েছেন বলে খবর৷

তালিবান আফগানিস্তানের ৩৪টি প্রদেশ নিজেদের দখলে নিয়েছে৷  কাবুল সহ গোটা দেশের আকাশ থেকে গোলা বারুদের কালো ধোয়া বের হচ্ছে অনর্গল৷ ফলে পঞ্জশির নিজেদের দখলে নিলে তবেই তালিবান গোটা দেশ জুড়ে নিজেদের আধিপত্য কায়েম করতে পারবে বলেও মনে করছেন অনেকে৷