Taliban: পাথর ছুঁড়ে মেয়েদের হত্যা, আফগানিস্তানে তালিবানের 'নরক যন্ত্রণার' নিদান ফিরছে
Afghanistan School Girl (Photo Credit Twitter)

আফগানিস্তানে (Afghanistan) আবার নতুন করে ফিরে আসতে শুরু করেছে কালো দিন। পাথর ছুঁড়ে মহিলাদের হত্যা করার যে প্রবণতা তালিবানের (Taliban) রয়েছে, তা ফের মাথা চাড়া দিতে শুরু করেছে। এমন রিপোর্ট প্রকাশ্যে আসতেই তা নিয়ে ফের আন্তর্জাতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। নয়ের দশকে আফগানিস্তানকে যেমন অন্ধকার ঘিরে ধরেছিল, এবারের তালিবানি শাসন শুরুর পর থেকে সেই পুরনো ভয়ঙ্কর জীবনে সে দেশের মহিলারা ফিরে যেতে শুরু করেছেন বলে একাদিক রিপোর্টে প্রকাশ্যে আসতে শুরু করেছে।

আরও পড়ুন: Taliban: আফগানিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক মিশনের নিয়ন্ত্রণ যাচ্ছে তালিবানের হাতে? রিপোর্ট

সাফিয়া আরেফি নামের এক মানবাধিকার কর্মী জানান, আফগানিস্তানে মেয়েদের অবস্থা ফের নরকের মত হতে শুরু করেছে। অপন্দের যে কোনও কাজে মহিলাদের শাস্তির যে নিদান আগে তালিবান দিত, তা ফের নতুন করে ফেরৎ আসছে। ফলে আফগানিস্তানে মহিলাদের আবার নতুন করে অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে বলেও জানান ওই মানবাধিকার কর্মী।