Afghanistan-Pakistan War: এবার পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ফের তোপ দাগল আফগানিস্তান (Afghanistan)। ভারতের (India) হয়ে 'প্রক্সি ওয়ার' চালিয়ে পাকিস্তানিদের মারতে শুরু করেছে তালিবান। ইসলামাবাদের এমন মন্তব্য ফুৎকারে উড়িয়ে দিল কাবুল। আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্ত সংঘর্ষ নিয়ে শেহবাজ় শরিফ সরকার যে দাবি করছে, তা পুরোপুরি ভিত্তিহীন। পাকিস্তানের দাবি এক ধাক্কায় উড়িয়ে দিয়ে এমনই জানাল আফগানিস্তানের তালিবান সরকার।
সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ বলেন, আফগানিস্তানের সঙ্গে তাঁদের দেশের সীমান্তে যে সংঘর্ষ চলছে, তাতে দিল্লির 'মদত' রয়েছে। ভারতের হয়ে আফগানিস্তান 'প্রক্সি ওয়ার' চালিয়ে পাক সেনা এবং তাঁদের দেশের মানুষকে মারতে শুরু করেছে।
খোয়াজা আসিফের ওই মন্তব্য ঘিরে জোরদার বিতর্ক শুরু হয়। খোয়াজা আসিফ যে মন্তব্য করেন, তা আসলে সত্যি নয়। তিনি পুরোপুরি খাজা কথা বলেছেন বলে স্পষ্ট জানানো হয় তালিবানের তরফে।
সম্প্রতি এক সপ্তাহ ধরে টানা সংঘর্ষ হয় পাকিস্তান এবং আফগানিস্তানের মাঝে। এক সপ্তাহ ধরে সংঘর্ষের পর গত ১৯ অক্টোবর পাকিস্তান এবং আফগানিস্তানের শান্তি চুক্তি হয়। দোহায় বসে এই শান্তি চুক্তির বৈঠক। কাতার এবং তুর্কীকে সঙ্গে নিয়ে কাবুল এবং ইসলামাবাদের শান্তি চুক্তি বৈঠক বসার পর, ওই দুই দেশের সীমান্ত শান্ত হয়। তার মাঝেই পাক প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য ঘিরে শোরগোল শুরু হলে, তা পুরোপুরি খারিজ করে দেয় তালিবান (Taliban) সরকার।
আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ইয়াকুব মুজাহিদ বলেন, পাকিস্তান যে দাবি করেছে, তা পুরোপুরি মিথ্যে এবং ভিত্তিহীন। শুধু তাই নয়, ভারত এবং পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যে সম্পর্ক, তা তাঁদের জাতীয় নিরাপত্তার উপর ভিত্তি করে।
এসবের পাশপাাশি আফগান প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, তাঁরা কখনও অন্য দেশকে নিজ ভূমি নাক গলাতে দেন না। ভারতের কথা মত আফগানিস্তান কখনও চলে না। তাই এই ধরনের দাবি অযথা এবং ভিত্তিহীন ছাড়া অন্য কিছু নয় বলে স্পষ্ট জানান আফগান মন্ত্রী।
সম্প্রতি আল জাজিরার সাক্ষাৎকারে ইয়াকুব মুজাহিদ এমন কথা জানান। এরপর তাঁর বক্তব্য আফগান তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের তরফে প্রচার করা হয়। আর সেখানেই পাকিস্তানের দাবিকে ভিত্তিহীন বলে জানিয়ে দেওয়া হয় স্পষ্টভাবে।