Afghanistan: কমান্ডারের সঙ্গে মেয়ের বিয়ে দিতে নারাজ, বৃদ্ধকে পেটাল তালিবান, নির্মম ভিডিয়ো দেখে চমকে উঠল বিশ্ব
Taliban Torture (Photo Credit: Twitter)

কাবুল, ৬ সেপ্টেম্বর: নিজের মেয়ের সঙ্গে তালিব কমান্ডারের বিয়ে দিতে চাননি এক  বাবা। সেই অভিযোগেই বৃৃদ্ধ ব্যক্তির পা বেধে তাঁর উপর নির্মম অত্যাচার চালানো হয়। আফগানিস্তানে ফের এমনই এক নির্মম দৃশ্য চোখে পড়ল। যেখানে বৃদ্ধ বাবা নিজের মেয়ের সঙ্গে তালিব কমান্ডারের বিয়ে দিতে না চাওয়ায়, তাঁর হাত, পা বেধে পেটানো হয়। ট্যুইটারে এমনই একটি ভিডিয়ো শেয়ার করেন নিলোফার আয়ূবি নামে এক সাংবাদিক। তালিবানের (Taliban) এই অত্যাচারের দৃশ্য দেখেও গোটা বিশ্ব এখনও নিজেদের চোখে বেধে রাখবে কি, বলে প্রশ্ন তোলেন নিলোফার। দেখুন সেই ভিডিয়ো...

 

(ভিডিয়োর সত্যতা যাচাই করেনি লেটেস্টলি ডট কম)

আফগানিস্তানে (Afghanistan) দ্বিতীয়বার ক্ষমতা দখলের পর নিজেদের আগের চেয়ে উন্নত মানসিকতার বলে দাবি করা হয়েছে তালিবানের তরফে। তবে সময় গড়ালেও তালিবান যে তিমিরেই রয়েছে, তার প্রমাণ ফের মিলল।

আরও পড়ুন:  Video: দুঃসাহসিক ডাকাতি, চিকিৎসকের বাড়ি থেকে ২৭ লক্ষ নিয়ে উধাও দুষ্কৃতীরা, দেখুন সিসিটিভি ফুটেজ

আফগানিস্তানের সরকার নিজেদের উন্নত মানসিকতার তালিবান বলে দাবি করলেও, ফের তাদের নির্মমতার ছবি গোটা বিশ্বের কাছে প্রকাশ পাচ্ছে বলে দাবি করা হচ্ছে বিভিন্ন মহলের তরফে।