পাটনা, ৬ সেপ্টেম্বর: দ্বারভাঙায় এক চিকিৎসকের বাড়িতে ডাকাতি করল গুলেল গ্যাং নামে বিহারের কুখ্যাত এক দুষ্কৃতী দল। দ্বারভাঙায় রজনীশ কুমার সিং নামে এক চিকিৎসকের বাড়িতে ডাকাতি করতে ঢোকে কুখ্যাত দুষ্কৃতী দল। বাড়ির বসার ঘর, শোয়ার ঘর, খাবার ঘর কার্যত তছনছ করে দেয় দুষ্কৃতীরা। বাড়িতে কেউ না থাকায়, প্রায় ৩ ঘণ্টা সেখানে থেকে 'অপারেশন' শেষ করে দুষ্কৃতীরা। বাড়ির মালি লনে গুমিয়ে থাকলেও, তিনি কিছু টের পাননি। ফলে ঘরের মধ্যে ঢুকে সেখানেকার জিনিসপত্র তছনছ করে দেয় দুষ্কৃতীরা। কখনও সোফার কভার টেনে ছিঁড়ে ফেলে তারা, আবার কখনও আলমারি খুলে সেখান থেকে সব জিনিসপত্র ওলটপালট করে ফেলে। তবে ঘরের মধ্যে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, তা বুঝতে পারেনি দুষ্কৃতীরা। ফলে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে দুষ্কৃতীদের কুকীর্তি।
চিকিৎসক রজনীশ কুমার বাড়িতে ফেরার পর তিনি পুলিশকে খবর দেন। সেই সঙ্গে সিটিটিভি ফুটেজও তুলে দেন পুলিশের হাতে।
कमर में चप्पल, हाथ में गुलेल लिए आता है गुलेल गैंग और घर कर देता है साफ, CCTV फुटेज में कैद हुई तस्वीरें#darbhanga #gulelgang #chori pic.twitter.com/TGRZ0ioCTc
— Bihar Tak (@BiharTakChannel) September 6, 2022
রজনীশ কুমারের কথায়, তাঁরা এখনও সবকিছু দেখে পারেননি। তবে ২ লক্ষ নগদের পাশাপাশি সব সময়ের ব্যবহার্য ২৫ লক্ষের গয়না নিয়ে উধাও দুষ্কৃতীরা। বাড়ি যেভাবে তছনছ করে ফেলা হয়েছে, তা দেখে অনুমান কোনও সবকিছু জেনেবুঝেই দুষ্কৃতীরা সেখানে প্রবেশ করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের সনাক্ত করার কাজ পুলিশ শুরু করেছে বলে খবর।