কাবুল, ২৭ অগাস্ট: তালিবান (Taliban) আফগানিস্তান (Afghanistan) দখলের পর সে দেশ থেকে পালাতে শুরু করেছেন বহু মানুষ। বিশেষ করে মহিলা এবং শিশুরা। কখনও মার্কিন বিমানে চেপে আবার কখনও ভারতীয় বিমানে চেপে, আফগানিস্তান থেকে প্রাণ হাতে নিয়ে পালাচ্ছেন সাধারণ মানুষ। ফলে কাবুল বিমানবন্দর ভিড়ে ঠাসা। আফগানিস্তান ছাড়তে সে দেশের মানুষ কাবুল বিমানবন্দরে (Kabul Airport) যখন হাজির হচ্ছেন, সেই সময় সেখানে জল এবং খাবারের দাম যেন আকাশছোঁয়া।
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কাবুল বিমানে এক এক বোতল জল বিক্রি হচ্ছে ৩ হাজার টাকা করে। এক প্লেট ভাত বিক্রি হচ্ছে সাড়ে সাত হাজার করে। শুধু তাই নয়, আফগানি অর্থের পরিবর্তে স্থানীয় দোকানদারদরা ডলার চাইছেন সাধারণ মানুষের কাছে। ফলে সাধারণ মানুষের হয়রানির অন্ত নেই।
দেখুন ভিডিয়ো...
Afghan Fazl-ur-Rehman said food and water were sold at exorbitant prices at Kabul airport. ‘One bottle of water is selling for $40 and plate of rice for $100, and not Afghani (currency) but dollars. That is out of reach for common people,’ he said https://t.co/KczQEMm2nB pic.twitter.com/UBmaAQumXP
— Reuters (@Reuters) August 25, 2021
আফগান নাগরিকদের হয়রানির সেই ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের। আফগানি অর্থের পরিবর্তে কেন দোকানদাররা জলার চাইছেন, তা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন।