দিল্লি, ২৯ মে: তীব্র গরমে ফুটছে দিল্লি (Delhi)। বুধবার দিল্লির তাপমাত্রা ৫২.৩ ডিগ্রি রেকর্ড করা হয়। যা এর আগে কখনও হয়নি রাজধানীর ইতিহাসে। গরম যখন দিল্লিতে উত্তোরত্তর বাড়ছে,সেই সময় পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে জলের সমস্যা। দিল্লিতে জলের সমস্যা (Water Crisis) শুরু হয়েছে। ফলে এই মুহূর্তে জল নষ্ট করলে, দিল্লিতে যে কোনও মানুষের এক লপ্তে ২ হাজার টাকা জরিমানা হতে পারে বলে প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে। দিল্লির মন্ত্রী অতশী বুধবার এই ঘোষণা করেন। পাশাপাশি জলের সমস্যা যখন দিল্লিতে শুরু হয়েছে, তখন প্রত্যেকে যাতে মেপে তা ব্যবহার করেন, সেই আবেদনও জানান অরবিন্দ কেজরিওয়ালের মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্য।
আরও পড়ুন: Delhi Temperature: গরমে ফুটছে দিল্লি, ৫২.৩ ডিগ্রিতে পুড়ছে ভারতের রাজধানী শহর
জলের সমস্যা নিয়ে কী জানাল দিল্লি সরকার দেখুন...
दिल्ली सरकार की जल मंत्री आतिश ने जारी किए निर्देश ‼️
पानी की बर्बादी को रोकने के लिए जल बोर्ड के सीईओ को जारी किए निर्देश
निर्देश में पानी की बर्बादी रोकने के लिए 200 टीमों को गठित करने के लिए कहा गया
पाइप के जरिए गाड़ी धोना, पानी के टैंक का ओवरफ्लो होना और घरेलू पानी… pic.twitter.com/FNUESlxmY9
— AAP (@AamAadmiParty) May 29, 2024
প্রচণ্ড গরমে দিল্লিতে যখন জলের সমস্যা দেখা দিয়েছে, সেই সময় হরিয়ানা যতক্ষণ না পর্যন্ত রাজধানী শহরকে প্রয়োজনীয় জল দেবে, ততক্ষণ এই সমস্যা চলবে বলে মনে করছে দিল্লি সরকার। ফলে এই মুহূর্তে জল নিয়ে হহরিয়ানার সঙ্গেএকান্ত আলোচনা প্রয়োজন বলেও মনে করেন মন্ত্রী অতশী।