দক্ষিণ পূর্ব এশিয়ার গরীব দেশ কম্বোডিয়ায় এডস (হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস) রোগ মহামারীর আকার ধারণ করার পথে। সেই দেশের সরকারী হিসেবে গত বছর কাম্বোডিয়ায় নতুন করে ১৪০০ জন মানুষের এইচআইভি পজেটিভ আসে।

তার মানে গত এক বছরের হিসেব বলছে, প্রতিদিন কম্বডিয়ায় গড়ে চারজন মানুষ AIDS-এ আক্রান্ত হয়েছেন। কম্বোডিয়ার এডস পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু'(WHO)।

দেখুন টুইট

করোনার পর সেখানকার আর্থিক অবস্থা একেবারে খারাপ হওয়ায়, দেহব্যবসা, যৌনকর্মী পাচারের ঘটনা বাড়ায় এডস সমস্যা বাড়ছে। সুরক্ষিত যৌনতায় জোর দেওয়ার প্রচার চললেও তার কোনও সুফল মিলছে না কম্বোডিয়ায়। বিনামূল্য কন্ডোম বিতরণের পরিকল্পনাও এখনও সেভাবে বাস্তরে রূপ পাইনি।