Abortion Pills Ban in wyoming: গর্ভধারণের পর ব্যবহার করা যাবে না গর্ভপাতের ওষুধ
Abortion Pills Representative Photo (Credits: Pixabay)

গর্ভধারণের ( পর ব্যবহার করা যাবে না গর্ভপাতের ওষুধ। গর্ভপাতের ওষুধ নিষিদ্ধ হল মার্কিনমুলুকে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াইমিংয়ে গর্ভপাতের ওষুধের ব্যবহার বন্ধের ঘোষণা করা হয়েছে (Abortion Pills Ban in wyoming)। ১৭ মার্চ থেকে সে রাজ্যে গর্ভপাতের ওষুধে (Abortion Pills) নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যদি এই ওষুধের বিক্রি কিংবা ব্যবহার করে তাহলে তা অপরাধমূলক কাজ হিসাবে গন্য হবে। এবং অভিযুক্তের ছয় মাসের হাজতবাসও হবে।

ওয়াইমিং (wyoming) হল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাজ্য যেখানে গর্ভপাতের ওষুধে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে (Abortion Pills Ban in wyoming)। তবে গর্ভধারণ রোধের ওষুধ অর্থাৎ গর্ভ নিরোধক ওষুধ ব্যবহারে কোন নিষেধাজ্ঞা নেই। অবাঞ্ছিত গর্ভধারণ রোধের জন্যে সঙ্গমের পড়ে গর্ভ নিরোধক ওষুধের ব্যবহার করতেই পারেন সেদেশের মহিলারা। কিন্তু একবার গর্ভধারণ করলে গর্ভপাতের জন্যে গর্ভপাতের ওষুধ ব্যবহার করা যাবে না। স্পষ্ট জানিয়ে দিয়েছে ওয়াইমিং প্রশাসন।