US Plane Goes Missing Midair Over Alaska: দক্ষিণ কোরিয়া থেকে ওয়াংশিটন। আকাশ সফরে বিপর্যয়ের আতঙ্ক চলছেই। এরই মধ্যে এবার আকাশ সফরে আঁতকে ওঠার মত খবর এল আলস্কা থেকে। বিং এয়ার কারাভান সংস্থার একটি বিমান আলস্কা থেকে মাঝ আকাশে কার্যত হারিয়ে গেল। পূর্ব আলাস্কার শহর 'উনালাক্লিট' থেকে পশ্চিম আলাস্কার এক জায়গা 'নোমে'-তে আসার মাঝে ১০ জন যাত্রী থাকা এই বিমানটি রাডার নজরদারির বাইরে চলে যায়। আশঙ্কা করা হচ্ছে তুষারের ঢাকা এক জায়গায় বিমানটি ভেঙে পড়ছে। হিমাঙ্কের ১০ ডিগ্রি সেলসিয়াম নিচে নেমে যাওয়া ঠান্ডা, ও তীব্র তুষারপাতের দুগর্ম পরিবেশে উদ্ধারকাজ চলছে।
৯ জন যাত্রী ও এক পাইলট থাকা ছোট্ট নিখোঁজ সেই বিমানটির খোঁজে উদ্ধারকারী দল বোঝাই দুটি বিমান পাঠানো হয়েছে। বিমানটি যেখান থেকে রাডার নজরদারি থেকে হারিয়ে যায়, সেই সময় সেখানে দৃশ্যমান্যতা শূন্য ছিল।
আকাশে নিখোঁজ আলাস্কার বিমান
🚨 BREAKING NEWS 🚨
A PLANE CARRYING 10 PEOPLE JUST VANISHED FROM THE RADAR OVER ALASKA! ✈️❓#Alaska #AlaskaMystery #PlaneDisappeared pic.twitter.com/uA8KYGHX1Y
— know the Unknown (@imurpartha) February 7, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)