Beijing: অপরিচিত চিনা প্রোফাইল থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে বন্ধুত্বের রিকোয়েস্ট; কী কাণ্ড!
Representative image

বেজিং, ৩০ জানুয়ারি: অদ্ভুত সব চিনা অ্যাকাউন্ট থেকে মেসেজ পাচ্ছেন  সোশ্যাল মিডিয়া ইউজাররা। এমনই দাবি উঠল ইনস্টাগ্রাম, ফেসবুক ও টুইটার ব্যবহারকারীদের মধ্যে। নেটাগরিকদের দাবি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁদের সঙ্গে বার্তালাপ করতে চাইছে অজ্ঞাতপরিচয় চিনারা।  সূত্রের খবর, বেশকিছু টুইটার অ্যাকাউন্টের তরফে ইতিমধ্যেই এনিয়ে রিপোর্ট করা হয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় তাঁদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে প্রচুর চিনা অ্যাকাউন্ট। তবে শুধু টুইটার নয়, ফেসবুক, ইনস্টাগ্রামেও যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হচ্ছে অজ্ঞাতপরিচয় চিনা অ্যাকাউন্ট থেকে। আরও পড়ুন-Winter In West Bengal: উত্তুরে হাওয়াকে অপহরণ পশ্চিমী ঝঞ্ঝার, আজ থেকে চড়বে পারদ

উল্লেখ্য, টুইটারের তরফে জিনজিয়াং সম্প্রদায় ও চাংইউ সংস্কৃতি সম্পর্কিত অপারেশন যা চিনা সরকার সেখানে চলিয়ে থাকে সেই সংক্রান্ত অ্য়াকাউন্ট মুছে দেওয়ার কথা গত ডিসেম্বরে ঘোষণা করা হয়েছিল। মূলত উইঘুরের বাসিন্দাদের ঠিক কীভাবে রাখা হয়, কতটা যত্নে রাখা হয় তা টুইটারে ভিডিও র মাধ্যমে পোস্ট করা হত।