Sri Lanka (Photo Credit: Twitter)

কলম্বো, ৫ এপ্রিল:  শ্রীলঙ্কায় (Sri Lanka) চলছে চরম অর্থনৈতিক সঙ্কট। শ্রীলঙ্কায় আর্থিক সঙ্কটের মাঝে সোমবার সে দেশের মন্ত্রিসভার ২৬ জন সদস্য পদত্যাগ করেন। যা নিয়ে মাহিন্দা রাজাপাক্ষের সরকারকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা প্রেমদাসা।  সোমবার ফের শ্রীলঙ্কার নতুন মন্ত্রিসভা গঠিত হলে, সেখানেও ভাঙন ধরে কয়েক ঘণ্টার মধ্যে।  সোমবার শ্রীলঙ্কার অর্থমন্ত্রী পদে বহাল হন আলি সাবরি।  নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে না নিতেই মঙ্গলবার ইস্তফা দেন আলি।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতবয়া রাজাপাক্ষের কাছে নিজের ইস্তফা পত্র জমা দেন সাবরি।  যেখানে তিনি বলেন, বর্তমানে দেশের যা অবস্থা, তাতে তিনি দায়িত্বভার সামলাতে পারবেন না।  প্রেসিডেন্ট যাতে তাঁর জায়গায় অন্য কাউকে নিযুক্ত করেন, সেই আবেদন করেন আলি।

আরও পড়ুন: Sri Lanka: শ্রীলঙ্কায় আপেল বিক্রি হচ্ছে ১০০০-এ, পেয়ারা ১৫০০ টাকা কেজি, দুর্দশা চরমে

এদিকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিন গোতবয়া রাজাপাক্ষে।  সোমবার এমনই দাবিতে উত্তাল হয়ে ওঠে কলম্বো।