প্রতীকী ছবি(File Photo)

ইকুয়েডর, ২৪ ফেব্রুয়ারি: এবার গারদের ভিতরে দুই প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের মধ্যে লড়া (Prison Riots)। মূলত জেল পালানোর চেষ্টা করতে গিয়েই দু’পক্ষের মধ্যে লড়াইেয়ের সূত্রপাত। এর জেরে ৬২ জন বন্দির মৃত্যু হল ইকুয়েডরে। ইতিমধ্যেই এক সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে জেলের ডিরেক্টর এডমন্ডো মনকায়ো বলেছেন, প্রায় ৮০০ থানায় জেলের পরিস্থিতি স্বাভাবিক করার কাজে উদ্যোগী হয়েছে। সোমবার গভীর রাতের দিকে ইকুয়েডরের তিনটি শহরের জেলে বন্দিদের মধ্যে মারধর লড়াই শুরু হয়ে যায়। পরিস্থিতি বিবেচনা করে ট্যাকটিক্যাল ইউনিটের এক হাজার পুলিশকর্মীকে ওই তিনটি জেলে মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে পুরোদমে। জেলের মধ্যে দুটি গ্যাং অপরাধ জগতের নেতৃত্ব দখলের চেষ্টা করছিল। আর এর জেরেই লাগে গন্ডগোল। আরও পড়ুন-COVID-19 Cases In India: ফের ছড়াচ্ছে সংক্রমণ, ভারতে নতুন করোনা রোগী ১৩ হাজার ৭৪২ জন

সোমবার পুলিশ কর্তারা তল্লাশি চালিয়ে কিছু অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করতে গিয়েই জেলের মধ্যে মারামারি লাগে। জেলের মধ্যে রক্তাক্ত অবস্থা পড়ে রয়েছে বন্দিরা। কারোর হাত পা কেটেছ। সেই ছবি ইকুয়েডরের সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে।