![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2020/10/Coronavirus-Cases-In-India-380x214.jpg)
নতুন দিল্লি, ২৪ ফেব্রুয়ারি: নতুন করে করোনার সংক্রমণ বেড়েছে (COVID-19 Cases In India) দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৪২ জন। সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১ কোটি ১০ লাখ ৩০ হাজার ১৭৬ জন। বুধবার স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৭ লাখ ২৬ হাজার ৭০২ জন। গতকাল সারাদিনে দেশে করোনার বলি ১০৪ জন। সবমিলিয়ে ভারতে করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৫৬ হাজার ৫৬৭ জন। দেশে করোনাকে হারিয়ে সুস্থতার হার ৯৭.২৫ শতাংশ। মৃত্যুর হার ১.৪২ শতাংশ। দেশে এই মুহূর্তে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৯০৭।
গত ৭ আগস্ট দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখের গণ্ডী ছাড়িয়ে যায়। ২৩ আগস্ট ছাড়ায় ৩০ লাখের গণ্ডী। ৫ সেপ্টেম্বরের মধ্যে দেশের মোট করোনা আক্রান্ত ৪০ লাখ হয়ে যায়। ১৬ সেপ্টেম্বরের মধ্যে সেই সংখ্যা পৌঁছায় ৫০ লাখে। ২৮ সেপ্টেম্বরে ৬০ দেশের মোট করোনা আক্রান্ত হয় ৬০ লাখ। এরপর বাড়তে বাড়তে ১১ অক্টোবর ভারতে কোভিড রোগী হয়ে যায় ৭০ লাখ। ২৯ অক্টোবরে আক্রান্তের সংখ্যা ৮০ লাক টপকে যায়। ২০ নভেম্বর সোজা ৯০ লাখে পৌঁছায়। ১৯ ডিসেম্বরে ভারতে মোট করোনা আক্রান্ত কোটির গণ্ডী ছাড়িয়ে যায়। আইসিএমআর এর রিপোর্ট অনুযায়ী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট ২১ কোটি ৩০ লাখ ৩৬ হাজার ২৭৫টি নমুনার করোনা টেস্ট হয়েছে। শুধু মঙ্গলবারেই ৮ লাখ ৫ হাজার ৮৪৪টি নমুনার কোভিড টেস্ট হয়েছে। আরও পড়ুন-Coronavirus Breakout: এই ৫ রাজ্যের বাসিন্দাকে রাজধানীতে প্রবেশ করতে হলে কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক
গতকাল সারাদিনে দেশে করোনার বলি ১০৪ জন। এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ৫১ জন। কেরালায় ১৪ জন। পাঞ্জাবে ১০ জন। সবমিলিয়ে মহারাষ্ট্রে এখনও পর্য়ন্ত করোনার বলি ৫১ হাজার ৮৫৭ জন। তামিলনাড়ুতে করোনায় মোট মৃত ১২ হাজার ৪৭২ জন। কর্ণাটকে করোনার বলি ১২ হাজার ৩০৩ জন। দিল্লিতে করোনায় মৃত ১০ হাজার ৯০৩ জন। পশ্চিমবঙ্গে করোনার বলি ১০ হাজার ২৫৩ জন। উত্তরপ্রদেশে ৮ হাজার ৭১৮ জন করোনার বলি। অন্ধ্রপ্রদেশে ৭ হাজার১ ১৬৮ জন করোনায় মৃত।