Jail - Representational Image (File Photo)

রাশিয়ার (Russia) জেল গোটা বিশ্বে অন্যতম সুরক্ষিত কারাব্যবস্থা। এদেশে যদি কেউ জেলে ঢোকে তাহলে কোনওভাবেই কেউ পালাতে পারে না। তবে এই জেল থেকেই পালাল ৬ অপরাধী। এদের মধ্যে একজন ইউক্রেনের বাসিন্দা ছিল বলেও খবর আসছে। জানা যাচ্ছে. মস্কো থেকে দক্ষিণ দিকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত পশ্চিম লিপেটস্ক অঞ্চলে একটি কারাগার রয়েছে। যেখানে গত কয়েকদিন আগে দায়িত্বপ্রাপ্ত জেলার অপরাধীদের পরিসংখ্যান করছিলেন। আর তখনই হিসেবে গড়মিল পান তিনি। দেখা যায় ৬ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে। না। আর তারপরেই শুরু হয় তল্লাশি অভিযান।

পুলিশসূত্রে এখনও অপরাধীদের নাম পরিচয় প্রকাশ্যে আনা হয়নি। তবে তদন্ত করে দেখা গিয়েছে দীর্ঘদিন ধরে জেলের  মধ্যেই সুরঙ্গ বানিয়ে পালিয়েছে অভিযুক্তরা। তবে পালানোর ঠিক অনেকদিন পরেই বিষয়টি পুলিশের নজরে এসেছে। ফলে টানেল যেখানে শেষ হয়েছে সেখান থেকেও অভিযুক্তদের হদিশ পাওয়া যাবে না বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যেই ওই এলাকার পুলিশ স্টেশন, প্রশাসনিক কর্তাদের এলাকাগুলি নজরে রাখতে বলা হয়েছে।