বালোচিস্তান: রবিবার একটি চেকপোস্টে (Check post) হামলা চালিয়ে চারজন নিরাপত্তারক্ষীকে (Security personnel) খুন (kill) করল অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজের দল (Unidentified gunmen)। পালটা গুলিতে একজন বন্দুকবাজের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে পুলিশের তরফে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের (Pakistan) বালোচিস্তানের (Balochistan) শেরানি জেলায় (Sherani district)। আততায়ীদের সন্ধানে তল্লাশি শুরু হলেও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
বালোচিস্তানের পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে আচমকা একদল অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজ আচমকা হামলা (Gunmen Attack) চালায় শেরানি জেলার একটি চেকপোস্টে। তাদের ছোঁড়া গুলিতে মৃত্যু হয় ওই চেকপোস্টে কর্তব্যরত চার নিরাপত্তা রক্ষীর। প্রথমে বিষয়টিতে চমকে গেলেও পরে পালটা গুলি চালাতে শুরু করেন চেকপোস্টে থাকা অন্য নিরাপত্তারক্ষীরা। এর ফলে একজন বন্দুকবাজেরও মৃত্যু হয়েছে। ঘটনাটির পরেই গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এই হামলার তীব্র নিন্দা করে বালোচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কিউদাস বিজেনজো বলেন, "সন্ত্রাসবাদীরা এভাবে কাপুরুষের মতো আক্রমণ চালিয়ে নিরাপত্তা বাহিনীর মনোবল ভাঙতে পারবে না। নিরাপত্তা বাহিনীর সদস্যদের এই আত্মবলিদান গোটা দেশকে হৃদয় স্পর্শ করেছে। তাঁরা যেভাবে সাহস ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে দেশের নিরাপত্তা রক্ষা করছেন তা কোনওদিন ভোলার নয়।"
এর আগে শনিবার কোয়েট্টা সিভিল লাইনের স্মার্ট পুলিশ স্টেশনে একজন হামলাকারী একটি গ্রেনেড ছুঁড়ে পালিয়ে যায়। এর ফলে জখম হন একজন পুলিশ কর্মী। আরও পড়ুন: Building Collapse: আইভরি কোস্টে নির্মীয়মান বিল্ডিং ভেঙে মৃত ৭