Doomsday Fish (Photo Credit: X)

এবার অস্ট্রেলিয়ায় (Australia) ভেসে এল ওরফিস। যা 'ডুমসডে ফিস' (Doomsday Fish) নামেও পরিচিত। অস্ট্রেলিয়ার  তাসমানিয়া সৈকতে ভেসে আসতে দেখা যায় ওরফিসকে (Oarfish)। যা দেখেই ছড়ায় চাঞ্চল্য। গত ২ জুন তাসমানিয়ায় (Tasmania) ভেসে আসে ওরফিস। গভীর সমুদ্র থেকে ওরফিস যখনই সমুদ্রের সৈকতে ভেসে আসে, তা যেন কোনও না কোনও সঙ্কেত বহন করে। ওরফিস বেসে আসার অর্থই পৃথিবীর দিন শেষ হয়ে আসা। এমনই বিশ্বাস ছড়িয়ে রয়েছে গোটা বিশ্ব জুড়ে। গত ২ জুন তাসমানিয়ায় ২ ফুটের ৪০০ কেজি ওজনের একটি ওরফিস ভেসে আসে। তখন থেকে শুরু হয় জল্পনা। তাহলে কি এবার পৃথিবীর শেষ দিন আসন্ন? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত ২০২৫ এর ১৮ ফেব্রুয়ারি মেক্সিকোর সমুদ্র সৈকতে ভেসে আসে ওরফিস। বিপর্যয়ের ইঙ্গিত বহন করে ওরফিস মেক্সিকো সৈকতে ভেসে আসে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। ওই ঘটনার ৩ মাসের মাথায় ফের অস্ট্রেলিয়ায় ডুমস ডে ফিস দেখা যাওয়ায়, 'সমুদ্রদেবের বাহনের' বিপর্যয়ের খবরে আশঙ্কা ছড়াতে শুরু করেছে।

আরও পড়ুন: 'Doomsday' Fish: ভূমিকম্প, সুনামি না অন্য কিছু? 'সমুদ্রদেবের বাহন' 'ডুমসডে ফিস' সৈকতে ভেসে এল, মহাবিপর্যয়ের আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব

ওরফিস ভেসে এল এবার অস্ট্রেলিয়ায়...